সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ আগস্ট ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবুজবাগ আবাসিক এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং কুলাউড়ার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ২৪০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরমধ্যে ৪০ জনকে চশমা প্রদান এবং ৩৫ জনকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার গোপাল জিউর আখড়ার নাট মন্দির প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম, সহসভাপতি শেখ রিপন আলী, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ইসরাত জাহান ইপা, সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, আকাশ মালাকার, কার্যকরী সদস্য জাহিদ হাসান জয়, তোফাজ্জল হোসেন রাকিব, লেবু মিয়া, সামিয়া আক্তার ও সৌরভ পাল প্রমুখ।
ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়ার ক্যাম্প অর্গানাইজার মো. আশিকুর রহমান সরকার।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি