সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ আগস্ট ২০২৫ : বর্তমান শতাব্দীর তরিকত জগতের অন্যতম পথিকৃৎ, আওলাদে রাসুল (দঃ), আহলে বায়েত ও ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় নেতা, আমাদের অভিভাবক, হযরত শাহসূফি হজরত সৈয়দ গোলামুর রহমান আল হাসানী ওয়াল হুসাইনি (আঃ) মাইজভান্ডারীর নাতি, শাহসুফি হজরত সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর বড় ছেলে শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী পর্দা নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সফর সমাপ্ত করে আল্লাহ ও তাঁর হাবিবে পাক ((দঃ)-এর সান্নিধ্য ও নৈকট্য লাভে আমাদের মাঝ থেকে তিনি বিদায় নিয়েছেন। দুনিয়া থেকে বিদায়কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মাইজভান্ডার দরবার সূত্রে তাঁর বিদায়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, পীর মাশায়েখ, আহলে বায়েত পন্থী আলেম-ওলামা, লক্ষ লক্ষ আশেক ভক্ত মুরিদান রেখে গেছেন।
পরিবার সূত্র জানিয়েছে, জানাজা নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
শাহসূফি হজরত সৈয়দ হাবিবুল বশর আল হাসানী ওয়াল হুসাইনি মাইজভান্ডারীর বিদায়ে আহলে বায়েত পাক পাঞ্জাতন পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, রহমানপুর দরবার শরীফসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেছেন।
দরবারে রহমানপুরীর শ্রদ্ধা ও সমবেদনা
দরবারে হযরত রহমানপুরী আলিয়া শরীফের পক্ষ থেকে মহান আওলাদে পাকের পরিবারবর্গ ও তার প্রাণপ্রিয় রুহানি সন্তান সহ সকল ভক্ত মুরিদান আশেকান সবার প্রতি গভীর সমবেদন, ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একই বার্তা প্রেরণ করেছেন হযরত গাউসুল আজম মাইজভান্ডার শরীফ, হযরত চাঁদপুরী শাহ দরবার শরীফ, ফরহাদাবাদ দরবার শরীফ, আল্লামা শেরে বাংলা দরবার শরীফ, হযরত শাহ আলী বোগদাদী দরবার শরীফ, আমির ভান্ডার দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, সুলতানসি দরবার শরীফ, চন্দ্রচড়ি দরবার শরীফ, সাতকানিয়া দরবার শরীফ, ঐতিহ্যবাহী হায়দরী দরবার শরীফ, রেজভিয়া দরবার শরীফ, দরবারে হাসেমিয়া আলিয়া শরীফ, কুমিল্লার রাজাপুর দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, হযরত সুলতানুল আউলিয়া শাহজালাল (রহঃ), হযরত শাহপরান (রহঃ), হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ), হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রহঃ)-এর দরগাহ সহ দেশ-বিদেশের অসংখ্য দরবার শরীফ, রাষ্ট্র প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ধর্মবেত্তারা সমবেদনা, শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেছেন।
সৈয়দ আমিরুজ্জামানের শ্রদ্ধা
বর্তমান শতাব্দীর তরিকত জগতের অন্যতম পথিকৃৎ, আওলাদে রাসুল (দঃ), আহলে বায়েত ও ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় নেতা, আমাদের অভিভাবক, হযরত শাহসূফি হজরত সৈয়দ গোলামুর রহমান আল হাসানী ওয়াল হুসাইনি (আঃ) মাইজভান্ডারীর নাতি, শাহসুফি হজরত সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর বড় ছেলে শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী দুনিয়া থেকে পর্দা নেওয়ায় বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক ‘দ্য ফিনান্সিয়াল পোস্ট’ ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
পরিবার পরিজনসহ তাঁর সকল ভক্ত মুরিদান আশেকান সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি