শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্মান আমাকে আরও বেশি দায়বদ্ধ করলো!

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্মান আমাকে আরও বেশি দায়বদ্ধ করলো!

Manual1 Ad Code

তোফায়েল পাপ্পু |

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫—এই দিনটি আমার জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সেদিন শ্রীমঙ্গল প্রেসক্লাব আমাকে যে সংবর্ধনা দিয়েছে, তা শুধু আমার ব্যক্তিগত জীবনের জন্য নয়, সাংবাদিকতা পেশার প্রতি আমার দায়বদ্ধতাকেও নতুনভাবে জাগিয়ে তুলেছে।

Manual6 Ad Code

দীর্ঘ সাড়ে চার বছর প্রবাসে থাকার পর আবারও প্রিয় শহর শ্রীমঙ্গলে ফিরে এসে প্রাক্তন সহকর্মী ও বন্ধুদের সান্নিধ্যে আসা আমার জন্য ছিল এক আবেগঘন মুহূর্ত। প্রেসক্লাবের সেই সংবর্ধনা আমাকে স্মরণ করিয়ে দিল—আমি কোথা থেকে শুরু করেছি, কীভাবে বেড়ে উঠেছি, এবং সাংবাদিকতা আমাকে কীভাবে আজকের জায়গায় দাঁড় করিয়েছে।

শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজ আমার কাছে শুধু সহকর্মী নয়, তারা আমার পরিবার। আনন্দ টিভি, খোলা কাগজ কিংবা স্থানীয় সংবাদমাধ্যমে কাজ করার সময় আমি সবসময় এই পরিবারের ভালোবাসা, সহযোগিতা ও দিকনির্দেশনা পেয়েছি। সেই অভিজ্ঞতাগুলো এখনো আমার পেশাগত জীবনের বড় মূলধন।

Manual1 Ad Code

প্রবাসে থেকেও আমি চেষ্টা করেছি শ্রীমঙ্গলের সাথে যুক্ত থাকতে। সংবাদ ও সামাজিক কর্মকাণ্ডের খবরাখবর রাখার পাশাপাশি প্রয়োজনে পাশে দাঁড়াতে দ্বিধা করিনি। কারণ প্রেসক্লাব কেবল একটি সংগঠন নয়—এটি এমন এক প্রতিষ্ঠান, যেখানে আমি শিখেছি সাংবাদিকতার মৌলিক শিক্ষা, যেখানে সত্য ও ন্যায়ের পথে হাঁটার প্রেরণা পেয়েছি।

Manual3 Ad Code

আজকের এই সম্মান আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। আমি বিশ্বাস করি, শ্রীমঙ্গলের সাংবাদিকরা ভবিষ্যতেও সমাজের কল্যাণে, গণমানুষের পক্ষে এবং সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমিও চেষ্টা করবো, যেখানেই থাকি না কেন, সবসময় আপনাদের পাশে থাকতে এবং শ্রীমঙ্গলের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের এই ভালোবাসা ও সম্মান আমার জন্য আজীবনের প্রেরণা হয়ে থাকবে।


#

তোফায়েল আহমেদ পাপ্পু
সম্পাদক ও প্রকাশক,
সাপ্তাহিক চায়ের জনপদ
এবং
সাবেক সদস্য,
শ্রীমঙ্গল প্রেসক্লাব।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code