সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫ : সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।
মরহুমের পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। এখানেই তিনি আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর নামাজে জানাজা জোহরের নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট সালাউদ্দিন ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন।
তিনি ১৩ জুলাই, ২০০৮ থেকে ১২ জানুয়ারী, ২০০৯ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি