সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর প্রতিনিধি, ২১ সেপ্টেম্বর ২০২৫ : লক্ষ্মীপুরের দালালবাজারে অবস্থিত আলিফ মীম হাসপাতাল জন্ম ও মাতৃত্বসেবায় বিশেষ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটি মূলত নরমাল ডেলিভারি-কেন্দ্রিক হলেও প্রতি মাসের শেষ শুক্রবার সিজার ও নরমাল ডেলিভারি একেবারে ফ্রি করার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন এ উদ্যোগের ঘোষণা দেন। তিনি বলেন, “আমি চিকিৎসক নই, একজন সাধারণ মানুষ। আল্লাহর রহমতে মানুষের দোয়ায় এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতেই আমাদের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সম্প্রতি এক মায়ের গর্ভে জন্ম নেওয়া যমজ সন্তানসহ একই দিনে ছয়টি ছেলে শিশুর জন্ম হয়েছে হাসপাতালে। এ উপলক্ষে তিনি ওই মায়ের সব ধরনের চার্জ মওকুফ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিন বছর ধরে নরমাল ডেলিভারি বাড়ানোর বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। হাসপাতালের পাঁচটি অপারেশন থিয়েটার, অভিজ্ঞ অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞসহ ২৪ ঘণ্টা চিকিৎসক ও কর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন। রোগীর সঙ্গে আসা আত্মীয়-স্বজনদের জন্যও স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আগামী মাস থেকে নরমাল ডেলিভারির জন্য আগত প্রতিটি মাকে একবেলা ফ্রি খাবার দেওয়ার ব্যবস্থাও করা হবে।
প্রতিষ্ঠানটির সেবায় আশপাশের এলাকার প্রায় আড়াই লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। দালালবাজার, চররুহিতা, উত্তর ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী রায়পুর উপজেলার সোনাপুর, চরমোহনা, চরবংশী ও বামনী ইউনিয়নের বাসিন্দারা এখান থেকে চিকিৎসা নিচ্ছেন। ২০ শয্যা বিশিষ্ট এ হাসপাতাল আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত হওয়ায় স্থানীয়দের আর নোয়াখালী বা ঢাকায় ছুটে যেতে হচ্ছে না।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি