সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫ : মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন পারভীন মাহমুদ দক্ষিণ এশিয়ার শীর্ষ অ্যাকাউন্টিং সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রদত্ত ‘লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন। শ্রীলঙ্কায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এই অর্জনের মধ্য দিয়ে শুধু এমজেএফ নয়, গোটা বাংলাদেশই গর্বিত হয়েছে। সাফা হলো সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ অ্যাকাউন্টিং পেশাজীবীদের আঞ্চলিক সংগঠন। প্রতিবছর তারা পেশাগত উৎকর্ষতা ও নেতৃত্বে বিশেষ অবদান রাখা নারী নেত্রীদের সম্মাননা দিয়ে থাকে।
পারভীন মাহমুদ বাংলাদেশের কর্পোরেট ও সামাজিক খাতে নারীর নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রথম নারী সভাপতি এবং সাফা বোর্ডেরও প্রথম নারী সভাপতি ছিলেন।
পেশাগত জীবনে তিনি ব্র্যাক, মিডাস, হারস্টোরি ফাউন্ডেশন, শাশা ডেনিমস পিএলসি সহ নানা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং সামাজিক উদ্ভাবনের ক্ষেত্রে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
এই পুরস্কার প্রসঙ্গে এমজেএফ কর্তৃপক্ষ জানিয়েছে, “এটি শুধু পারভীন মাহমুদের ব্যক্তিগত অর্জন নয়, বরং সমতা ও ক্ষমতায়নের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবার অনুপ্রেরণা।”
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার উদীয়মান নারী নেত্রীদের জন্য তার এই স্বীকৃতি হবে এক উজ্জ্বল উদাহরণ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি