সাফা লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন পারভীন মাহমুদ

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

সাফা লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন পারভীন মাহমুদ

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশের খ্যাতিমান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পারভীন মাহমুদ দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ পেশাজীবী সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর ২০২৫ সালের লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার সিটি অব ড্রিমসে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

Manual1 Ad Code

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সাফা বর্তমানে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রায় সাড়ে তিন লাখের বেশি হিসাববিদকে প্রতিনিধিত্ব করছে। দক্ষিণ এশিয়ায় নারী হিসাববিদদের জন্য এ পুরস্কারকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

কর্মজীবনের শুরুতে ব্র্যাক ও পিকেএসএফ-এ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পারভীন মাহমুদ। পরবর্তীতে তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এছাড়া তিনি একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের পার্টনার হিসেবেও কাজ করেছেন।

Manual6 Ad Code

নারীর ক্ষমতায়ন, সামাজিক উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে দক্ষিণ এশিয়ার একজন অনন্য পথিকৃৎ হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। এ ছাড়া তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল-এর প্রগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো।

Manual7 Ad Code

পারভীন মাহমুদ আইসিএবির প্রথম নারী প্রেসিডেন্ট এবং সাফার প্রথম নারী বোর্ড সদস্য হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। বর্তমানে তিনি মানুষের জন্য ফাউন্ডেশন, মাইডাস, হার স্টোরি ফাউন্ডেশন ও শাশা ডেনিমস পিএলসি-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউসেপ বাংলাদেশ ও অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন।

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নানা সম্মাননায় ভূষিত পারভীন মাহমুদ ২০২৩ সালে টপ ফিফটি প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ার উইমেন অ্যাওয়ার্ড অর্জন করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code