সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশের খ্যাতিমান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পারভীন মাহমুদ দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ পেশাজীবী সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর ২০২৫ সালের লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার সিটি অব ড্রিমসে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সাফা বর্তমানে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রায় সাড়ে তিন লাখের বেশি হিসাববিদকে প্রতিনিধিত্ব করছে। দক্ষিণ এশিয়ায় নারী হিসাববিদদের জন্য এ পুরস্কারকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
কর্মজীবনের শুরুতে ব্র্যাক ও পিকেএসএফ-এ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পারভীন মাহমুদ। পরবর্তীতে তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এছাড়া তিনি একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের পার্টনার হিসেবেও কাজ করেছেন।
নারীর ক্ষমতায়ন, সামাজিক উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে দক্ষিণ এশিয়ার একজন অনন্য পথিকৃৎ হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। এ ছাড়া তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল-এর প্রগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো।
পারভীন মাহমুদ আইসিএবির প্রথম নারী প্রেসিডেন্ট এবং সাফার প্রথম নারী বোর্ড সদস্য হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। বর্তমানে তিনি মানুষের জন্য ফাউন্ডেশন, মাইডাস, হার স্টোরি ফাউন্ডেশন ও শাশা ডেনিমস পিএলসি-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউসেপ বাংলাদেশ ও অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নানা সম্মাননায় ভূষিত পারভীন মাহমুদ ২০২৩ সালে টপ ফিফটি প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ার উইমেন অ্যাওয়ার্ড অর্জন করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি