দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে সাউথ লন্ডন ফাউন্ডেশনের উপহার বিতরণ

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে সাউথ লন্ডন ফাউন্ডেশনের উপহার বিতরণ

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ সেপ্টেম্বর ২০২৫ : শারদীয় দুর্গাপূজার উৎসব উপলক্ষে মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গলে উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় শ্রীমঙ্গলের শ্রীশ্রী নির্মাই শিববাড়ি ও দয়াময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এ আয়োজন হয়। এ সময় শংকরসেনা গ্রামসহ আশপাশের এলাকার মানুষ উপহার গ্রহণ করেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন শ্রীশ্রী নির্মাই শিববাড়ি কার্যকরী পরিষদের নবনির্বাচিত সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সমন্বয়ক আলফাজ উদ্দীন এবং নির্মাই শিববাড়ি কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ। এ ছাড়া অজয় শর্মা, প্রণব পাল, বাবলু ঠাকুর ও ধনঞ্জন গোয়ালা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলফাজ উদ্দীন বলেন, “সাউথ লন্ডন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিন আহমেদ চৌধুরী ও সম্পাদক সাজন মিয়াকে ধন্যবাদ জানাই। তাঁরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে উৎসবকে সবার জন্য আনন্দময় করতে সহযোগিতা করছেন।”

Manual4 Ad Code

তিনি আরও জানান, সাউথ লন্ডন ফাউন্ডেশন শুধু দুর্গাপূজায় নয়, ঈদুল ফিতর ও শীতকালেও মানুষের পাশে থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করে আসছে।

এ ব্যাপারে জানতে চাইলে যুক্তরাজ্য থেকে সাউথ লন্ডন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিন আহমেদ চৌধুরী মুঠোফোনে বলেন, “আমরা সর্বজনীন উৎসবগুলোতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। সমাজের সবার সহযোগিতায় এই কার্যক্রম আরও সম্প্রসারিত করতে চাই।”

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code