মনাইউল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের বেহাল দশা : ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

মনাইউল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের বেহাল দশা : ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

Manual4 Ad Code

দেওয়ান মাসুকুর রহমান, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ সেপ্টেম্বর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মনাইউল্ল্যাহ উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন এলাকার প্রধান সড়কটি এখন চরম বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিন স্কুলশিক্ষার্থীসহ হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Manual1 Ad Code

পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের পশ্চিম দিক থেকে শুরু হয়ে লালবাগ হয়ে উত্তর সুরের ব্র্যাক অফিস সংলগ্ন হবিগঞ্জ রোডের সঙ্গে যুক্ত হওয়া এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ। কিন্তু সড়কের বেশির ভাগ জায়গা ভাঙাচোরা হয়ে কাদামাটিতে পরিণত হয়েছে। ফলে বৃষ্টি না হলেও সব সময় রাস্তায় পানি জমে থাকে, যা পথচারীদের জন্য দুর্ভোগকে আরো বাড়িয়ে তুলেছে।

Manual6 Ad Code

এই সড়কের পাশে রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান—মনাইউল্ল্যাহ সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থীকে এ ভাঙাচোরা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। এছাড়া এলাকাবাসীর কাছে সুপরিচিত ডা. সাধন ঘোষের একটি প্রাইভেট ক্লিনিকও এই সড়কের ধারে অবস্থিত। তাই প্রতিনিয়ত রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এই দুর্দশাগ্রস্ত পথ ব্যবহার করতে হচ্ছে।

Manual2 Ad Code

এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানান, সরকারের উদ্যোগ ছাড়া ধনী মহলও রাস্তাটি সংস্কারে এগিয়ে আসছেন না। অথচ অল্প উদ্যোগ নিলেই সাময়িক সমাধান সম্ভব হতো।

এ বিষয়ে স্থানীয় মুরব্বিরা জানান, “দীর্ঘদিন ধরে এই রাস্তায় পানি জমে থাকে। শিশুরা স্কুলে যেতে হয় প্রচণ্ড কষ্ট করে। অনেক সময় কাদা ও পানিতে পড়ে আহতও হয়।”

Manual4 Ad Code

অতীব জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুদৃষ্টি কামনা করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code