ব্রাইটার্সের চেয়ারপারসন ফারিহা এস অমি’র জন্মদিন আজ

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

ব্রাইটার্সের চেয়ারপারসন ফারিহা এস অমি’র জন্মদিন আজ

Manual3 Ad Code

সৈয়দা হাজেরা সুলতানা (শানজিদা), বিশেষ প্রতিনিধি | সিলেট, ২৩ সেপ্টেম্বর ২০২৫ : আজ ব্রাইটার্সের চেয়ারপারসন ফারিহা এস অমি’র জন্মদিন। তাঁর নেতৃত্বে তরুণদের এই সংগঠনটি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ন্যায়বিচারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে গড়ে উঠেছে।

Manual3 Ad Code

ব্রাইটার্সের কর্মীদের মতে, ফারিহা এস অমি’র দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি শুধু তরুণ সমাজকে একত্রিত করছে তাই নয়, বরং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি ন্যায়সঙ্গত পরিবর্তনের দাবিও জোরালোভাবে তুলে ধরছে।

Manual4 Ad Code

তরুণদের প্রতি তাঁর আহ্বান সবসময়ই ছিল “জনগণ ও গ্রহের জন্য” একসাথে, আরও জোরে এবং সাহসী কণ্ঠে কথা বলার। এ কারণেই তাঁর জন্মদিনকে ঘিরে সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং আগামীর লড়াইয়ে অনুপ্রাণিত হচ্ছেন।

Manual7 Ad Code

Happy Birthday to our Chair, Fariha S Aumi !
Because of your leadership, Brighters stands stronger in the fight for climate & environmental justice mobilizing youth, shaping policies, and demanding a just transition for all. ✊

Manual6 Ad Code

Your journey inspires us to rise together, louder and bolder, “For the People and Planet”.
#
Syeda Hajera Sultana
Physics (Honours), 1st year
Murarichand College, Sylhet

#Brighters
#HappyBirthdayLeader

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code