সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ : ভূমি সেবা নিতে আসা নাগরিকদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয়—এই ভাবনা থেকে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা ভূমি অফিসে স্থাপন করা হলো লাইব্রেরি ও ওয়েটিং রুম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফিতা কেটে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সনাকে’র সাবেক সভাপতি জেডএম ফারুকীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা ও সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। দেশের একমাত্র জেলা হিসেবে লক্ষ্মীপুরের প্রতিটি ইউনিয়ন ভবন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও পৌরসভায় আমরা ইতোমধ্যে লাইব্রেরি স্থাপন করেছি। এরই ধারাবাহিকতায় আজ সদর উপজেলা ভূমি অফিসে লাইব্রেরি ও ওয়েটিং রুম চালু করা হলো। প্রতিদিন অসংখ্য সেবাগ্রহীতা এখানে আসেন। সেবা পেতে বিলম্ব হলে অপেক্ষার সময়টুকু তারা বই পড়েই কাটাতে পারবেন, যা তাদের মানসিক সমৃদ্ধি ঘটাবে।”
বাংলাদেশ প্রেসক্লাব, লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক বি.বি. রায় চৌধুরী বলেন, “বই আমাদের মনন, মানসিকতা ও সমাজ পরিবর্তনে বিরাট ভূমিকা রাখতে পারে। তাই এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও গবেষক কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “এ উদ্যোগ গৎবাঁধা নয়; বরং সপ্রাণ এক পরিবেশ তৈরি করবে, যা জ্ঞানচর্চা, সংস্কৃতিবান মানুষ গঠন এবং প্রগতিশীল চিন্তাধারার বিকাশে ভূমিকা রাখবে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান থেকে শুরু করে সমাজবিদ্যা পর্যন্ত বিশ্বসেরা বইয়ের পাঠ সেবা প্রার্থীদের এক নতুন জগতে নিয়ে যাবে।”
সদর উপজেলা ভূমি অফিসে গড়ে ওঠা এই লাইব্রেরি ও ওয়েটিং রুম স্থানীয় নাগরিকদের কাছে ইতোমধ্যেই আগ্রহের জন্ম দিয়েছে। জেলা প্রশাসনের বিশ্বাস, এ উদ্যোগ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সেবা প্রার্থীদের অপেক্ষার সময়টিকে আনন্দময় করে তুলবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি