শ্রীমঙ্গলের কৃতী সন্তান ফাহিম ফুল স্কলারশিপে পিএইচডি করতে আয়ারল্যান্ডে রওনা

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

শ্রীমঙ্গলের কৃতী সন্তান ফাহিম ফুল স্কলারশিপে পিএইচডি করতে আয়ারল্যান্ডে রওনা

Manual4 Ad Code
‘জেনারেটিভ এআই’ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে দৃঢ়প্রতিজ্ঞ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ সেপ্টেম্বর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতী সন্তান ও মেধাবী তরুণ বিজ্ঞানী মো. আসিফ ইকবাল ফাহিম উচ্চশিক্ষা ও গবেষণার নতুন অভিযাত্রায় আয়ারল্যান্ডের পথে যাত্রা করেছেন। আয়ারল্যান্ডের প্রখ্যাত ইউনিভার্সিটি কলেজ ডাবলিন (ইউসিডি) থেকে পূর্ণাঙ্গ বৃত্তি (Full Scholarship) নিয়ে তিনি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Generative AI) বিষয়ে পিএইচডি করবেন।

Manual7 Ad Code

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ডাবলিনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ফাহিম। দীর্ঘদিনের নিরলস সাধনা, গবেষণা এবং একাগ্র প্রচেষ্টার ফসলস্বরূপ এই সাফল্য অর্জন করেছেন তিনি।

ফাহিম শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক কাউছার ইকবালের বড় ছেলে। তাঁর দাদু মরহুম মো. আব্দুল মালিক ওরফে লেবু স্যার ছিলেন এলাকার একজন জনপ্রিয় ও প্রিয় শিক্ষাগুরু।

নিজের অনুভূতি ব্যক্ত করে ফেসবুক স্ট্যাটাসে কাউছার ইকবাল লিখেছেন, “মহান আল্লাহ তায়ালার অশেষ দয়া ও সীমাহীন রহমতে আমার ছেলে আসিফ ইকবাল ফাহিম স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু করেছে। সবাই তার সুস্থ, সুন্দর, সাফল্যময় দীর্ঘ জীবনের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ।”

ফাহিমের এ অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি এক বার্তায় বলেন,
“ফাহিমের এই অর্জন কেবল পরিবার নয়, গোটা মৌলভীবাজার তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। দেশের নতুন প্রজন্মকে সে উচ্চশিক্ষা ও গবেষণায় অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।”

Manual4 Ad Code

জেনারেটিভ এআই বর্তমানে বিশ্বজুড়ে গবেষণা ও শিল্পক্ষেত্রে আলোচিত একটি শাখা। এ বিষয়ে পিএইচডি করে আসিফ ইকবাল ফাহিম বাংলাদেশসহ বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন জ্ঞানচর্চা ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code