বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার),২৫ সেপ্টেম্বর ২০২৫ : শ্রীমঙ্গলের মেধাবী কন্যা নওরীন জাহান জ্যোতি উচ্চশিক্ষার নতুন এক অভিযাত্রায় পা রেখেছেন যুক্তরাজ্যে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর এবার তিনি যুক্তরাজ্যের Wrexham University-তে Masters in Biomedical Science প্রোগ্রামে ভর্তি হয়েছেন।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) লন্ডন স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে নিরাপদে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তাঁর দাদা ও দাদিমা।
নওরীন জাহান জ্যোতি শ্রীমঙ্গলের কৃতি সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন অসাধারণ। প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি অর্জনের পর অষ্টম শ্রেণিতেও পান বৃত্তি। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পর্যায়েই জিপিএ–৫ পেয়ে সবার দৃষ্টি কাড়েন। শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই তিনি ছিলেন সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত।
শিক্ষা অর্জনের পাশাপাশি পরিশ্রম, মেধা ও দৃঢ় সংকল্পকে সঙ্গে নিয়ে তিনি একে একে অতিক্রম করেছেন সকল বাধা। তার এই সাফল্যের পেছনে পরিবারের সার্বিক সহযোগিতা ও প্রেরণার কথা উল্লেখ করেছেন সবাই।
জ্যোতির বাবা এম ইদ্রিস আলী— যিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক— মেয়ের সাফল্যে গর্বিত হলেও আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়ে শৈশব থেকেই মেধা, পরিশ্রম আর স্বপ্নের আলোয় আমাদের জীবন আলোকিত করেছে। আজ নতুন এক দিগন্তের পথে লন্ডনের মাটিতে পা রাখল সে। সন্তানের সাফল্যে আনন্দে হৃদয় ভরে উঠলেও দূরে পাঠানোর কষ্টও আছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার মেয়ের শ্রম আর অটল অধ্যবসায় একদিন দেশ-বিদেশে আলো ছড়াবে।”
তিনি জ্যোতির নতুন যাত্রাপথে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।
শিক্ষা ও গবেষণার মাধ্যমে নওরীন জাহান জ্যোতি শুধু নিজের পরিবার নয়, শ্রীমঙ্গল তথা বাংলাদেশকেও গৌরবান্বিত করবে— এমন প্রত্যাশা করছেন স্থানীয় শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
Post Views:
১০৩