চাকরিপ্রার্থীদের জন্য “জব রেডিনেস ট্রেনিং” নিয়ে এলো ক্যারিয়ার হাব

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

চাকরিপ্রার্থীদের জন্য “জব রেডিনেস ট্রেনিং” নিয়ে এলো ক্যারিয়ার হাব

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ সেপ্টেম্বর ২০২৫ : দেশের তরুণ সমাজের বড় একটি অংশ উচ্চশিক্ষা শেষ করেও চাকরির বাজারে প্রবেশ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। অনেকেই জানেন না কীভাবে একটি প্রতিযোগিতামূলক সিভি লিখতে হয়, কীভাবে ইন্টারভিউ বোর্ডে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করতে হয় কিংবা কোন কোন দক্ষতা নিয়োগকর্তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এ প্রেক্ষাপটে চাকরিপ্রার্থীদের জন্য এক অনন্য উদ্যোগ নিয়ে এসেছে ক্যারিয়ার হাব—“জব রেডিনেস ট্রেনিং”।

Manual1 Ad Code

প্রশিক্ষণে কী কী শেখানো হবে

এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিখবেন—

পেশাদার মানের সিভি ও কাভার লেটার প্রস্তুত করার কৌশল

চাকরির ইন্টারভিউতে আত্মবিশ্বাসী উপস্থাপন

কর্পোরেট যোগাযোগ দক্ষতা ও বডি ল্যাঙ্গুয়েজ

Manual1 Ad Code

ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল

এ ছাড়া আধুনিক চাকরির বাজারে প্রয়োজনীয় অন্যান্য সফট স্কিল নিয়েও থাকবে আলাদা সেশন।

Manual6 Ad Code

নিবন্ধনের নিয়ম

ক্যারিয়ার হাব জানিয়েছে, জব রেডিনেস ট্রেনিং-এ অংশ নিতে হলে আগ্রহীদের অবশ্যই ৯ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে একটি ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং সেশন সম্পন্ন করতে হবে। সেশন বুকিং ও নিবন্ধনের জন্য অনলাইনে ফর্ম পূরণ করা যাবে এই লিংকে: https://tinyurl.com/3jmhw7ce।

তরুণদের জন্য সময়োপযোগী উদ্যোগ

বর্তমান সময়ে শুধু একাডেমিক ডিগ্রি চাকরি পাওয়ার জন্য যথেষ্ট নয়। প্রতিযোগিতার বাজারে নিয়োগদাতারা খুঁজে থাকেন বাস্তব দক্ষতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনা। ক্যারিয়ার হাবের এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের চাকরির আগে সঠিক প্রস্তুতি নিতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যারিয়ার হাবের এক মুখপাত্র বলেন, “আমাদের লক্ষ্য হলো তরুণদের কর্মজীবনের শুরুটা আরও সহজ করা। সঠিক সময়ে সঠিক প্রস্তুতি নিলে যেকোনো চাকরিপ্রার্থী সফলভাবে ক্যারিয়ার গড়তে পারবেন।”

Manual8 Ad Code

উপসংহার

ক্যারিয়ার হাব বিশ্বাস করে—“শুরুর আগে সঠিক শুরু” থাকলে চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতাকে সঠিকভাবে তুলে ধরতে পারবেন এবং কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার পথে এগিয়ে যাবেন আরও এক ধাপ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code