সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ : এসডিজি বাস্তবায়নে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর আয়োজনে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে কাল।
“একটি বাংলাদেশ রিফর্ম ওয়াচ”-এর উদ্যোগে আয়োজিত এ সংলাপ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, মানবাধিকার কমিশনের কার্যক্রমকে যুগোপযোগী করা, আইনি কাঠামোকে অধিক কার্যকর করা এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় খসড়া অধ্যাদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপে বিভিন্ন নাগরিক সমাজ প্রতিনিধি, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ ও সাংবাদিকরা অংশগ্রহণ করবেন।
সংশ্লিষ্টরা বলেন, একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন সম্ভব নয়।
খসড়া অধ্যাদেশে কমিশনের কাঠামো, কার্যপরিধি ও ক্ষমতা স্পষ্টভাবে নির্ধারণের প্রয়োজন রয়েছে।
কমিশনের কার্যক্রমে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানানো হবে।
নতুন অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ায় নাগরিক সমাজের মতামত অন্তর্ভুক্ত করা হলে তা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর মানবাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।
সংলাপটি নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশের ফেইসবুক, ইউটিউব ও লিংকডইন পেইজে সরাসরি সম্প্রচারিত হবে। ফলে দেশ-বিদেশের দর্শকরাও আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নাগরিক প্ল্যাটফর্ম ধারাবাহিকভাবে মানবাধিকার ও উন্নয়ন সম্পর্কিত ইস্যুতে নাগরিক মতামত ও পরামর্শ গ্রহণের উদ্যোগ অব্যাহত রাখবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি