জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে নাগরিক সংলাপ কাল

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে নাগরিক সংলাপ কাল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ : এসডিজি বাস্তবায়নে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর আয়োজনে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে কাল।

“একটি বাংলাদেশ রিফর্ম ওয়াচ”-এর উদ্যোগে আয়োজিত এ সংলাপ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

আয়োজকরা জানান, মানবাধিকার কমিশনের কার্যক্রমকে যুগোপযোগী করা, আইনি কাঠামোকে অধিক কার্যকর করা এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় খসড়া অধ্যাদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপে বিভিন্ন নাগরিক সমাজ প্রতিনিধি, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ ও সাংবাদিকরা অংশগ্রহণ করবেন।

Manual2 Ad Code

সংশ্লিষ্টরা বলেন, একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন সম্ভব নয়।

খসড়া অধ্যাদেশে কমিশনের কাঠামো, কার্যপরিধি ও ক্ষমতা স্পষ্টভাবে নির্ধারণের প্রয়োজন রয়েছে।

কমিশনের কার্যক্রমে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

Manual5 Ad Code

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানানো হবে।

Manual2 Ad Code

নতুন অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ায় নাগরিক সমাজের মতামত অন্তর্ভুক্ত করা হলে তা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর মানবাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

সংলাপটি নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশের ফেইসবুক, ইউটিউব ও লিংকডইন পেইজে সরাসরি সম্প্রচারিত হবে। ফলে দেশ-বিদেশের দর্শকরাও আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নাগরিক প্ল্যাটফর্ম ধারাবাহিকভাবে মানবাধিকার ও উন্নয়ন সম্পর্কিত ইস্যুতে নাগরিক মতামত ও পরামর্শ গ্রহণের উদ্যোগ অব্যাহত রাখবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code