ঐকতান বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫ : বইপ্রেমীদের জন্য সোনালি সুযোগ

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ঐকতান বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫ : বইপ্রেমীদের জন্য সোনালি সুযোগ

Manual6 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশের পাঠকসমাজকে বই পড়া ও বই নিয়ে ভাবনার নতুন অনুপ্রেরণা দিতে আয়োজন করা হয়েছে “ঐকতান বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫”।

ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বইপ্রেমীরা যেমন নিজেদের পাঠ-অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে পারবেন, তেমনি জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কারও।

Manual6 Ad Code

প্রতিযোগিতার লক্ষ্য

বর্তমান সময়ে পাঠাভ্যাস ক্রমেই সংকুচিত হয়ে আসছে। অথচ বই জ্ঞানের ভাণ্ডার, চিন্তার খোরাক ও মনের খোরাক—এই বার্তাকে ছড়িয়ে দিতেই আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা।

Manual5 Ad Code

আয়োজকরা বিশ্বাস করেন, পাঠকের রিভিউ অন্যকে বই পড়তে উৎসাহিত করবে এবং সমাজে পাঠচর্চার ইতিবাচক ধারা তৈরি করবে।

পুরস্কার

প্রথম স্থান অধিকারী পাবেন ৳১০,০০০ টাকা,
দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ৳৫,০০০ টাকা,
তৃতীয় স্থান অধিকারী পাবেন ৳৩,০০০ টাকা।
এছাড়া সেরা পাঁচটি রিভিউর জন্য থাকছে বিশেষ সম্মাননা ও প্রচারের সুযোগ।

অংশগ্রহণের নিয়মাবলি

অংশগ্রহণ করতে হলে প্রতিযোগীদের নিজেদের পছন্দের একটি বই বেছে নিয়ে সর্বোচ্চ ৫ মিনিটের একটি রিভিউ ভিডিও তৈরি করতে হবে।

ভিডিওর ধরন: রিল ফরম্যাট (9:16, Vertical)

ফাইল ফরম্যাট: MP4

ভিডিওতে থাকতে হবে—

১. প্রতিযোগীর নাম (শুরুর অংশেই পরিষ্কারভাবে বলতে হবে)

২. বইয়ের নাম ও লেখক

৩. বইয়ের সারসংক্ষেপ

৪. কেন বইটি ভালো লেগেছে বা বিশেষ মনে হয়েছে

৫. পাঠ-অভিজ্ঞতা ও অনুভূতি

ভিডিও রেকর্ডিং পরামর্শ

আলোকিত জায়গায় ভিডিও ধারণ করতে হবে (প্রাকৃতিক আলো সবচেয়ে ভালো)।

ক্যামেরা স্থির রাখুন (ট্রাইপড ব্যবহার করা শ্রেয়)।

পরিষ্কার ব্যাকগ্রাউন্ড বেছে নিন।

শব্দ যেন স্পষ্ট শোনা যায়, চারপাশের শব্দ এড়িয়ে চলতে হবে।

ভিডিও জমা ও প্রচার

Manual5 Ad Code

১. প্রতিযোগীদের নিজেদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করতে হবে এবং ঐকতান সাংস্কৃতিক কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজকে ট্যাগ করতে হবে।
২. পোস্টের লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা অতিরিক্ত পয়েন্ট হিসেবে গণ্য হবে।
৩. পোস্টের লিঙ্ক প্রতিযোগিতার ঘোষণাপত্রের কমেন্ট সেকশনে দিতে হবে।
৪. একই ভিডিও Google Drive-এ আপলোড করে “Anyone with the link – Viewer” সেটিং করে ঐকতানের ইনবক্সে পাঠাতে হবে।
৫. ভিডিও পাঠানোর সময় প্রতিযোগীর পূর্ণ নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
৬. জমাকৃত সব ভিডিওর স্বত্ব থাকবে ঐকতান সাংস্কৃতিক কেন্দ্রের কাছে।

জমাদানের শেষ সময়

ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ অক্টোবর, ২০২৫।

যোগাযোগ

ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র
মোবাইল: +880 1762442222

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code