ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ : ঢাকায় প্রথমবারের মতো একটি সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মিত হতে যাচ্ছে। রাজধানীতে পরিবেশ অধিদপ্তরের নতুন কার্যালয় ভবনটি আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হবে। এটি শুধু একটি প্রশাসনিক ভবন নয়, বরং ‘এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Manual5 Ad Code

আজ রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

Manual6 Ad Code

সবুজ প্রযুক্তির ব্যবহার

সভায় জানানো হয়, ভবনটিতে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার, সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)সহ আধুনিক সবুজ প্রযুক্তি সংযোজন করা হবে। ফলে বিদ্যুৎ ও পানির খরচ কমবে, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হবে এবং সামগ্রিকভাবে ভবনটি একটি টেকসই কাঠামো হিসেবে গড়ে উঠবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “গ্রিন বিল্ডিং নির্মাণে বেসরকারি খাত, বিশেষ করে গার্মেন্টস খাতের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানো হবে। এতে সরকারি স্থাপনায় টেকসই ও আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে।”

শিল্পঘন এলাকায় নতুন ভবন

পরিবেশ উপদেষ্টা আরও জানান, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা কার্যক্রম আরও জোরদার হবে এবং কার্যক্রম বাস্তবায়নে গতিশীলতা আসবে।

Manual4 Ad Code

এ ছাড়া এনফোর্সমেন্ট কার্যক্রমের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা রাখা হবে বলে তিনি সভায় আশ্বাস দেন।

সময়মতো প্রকল্প বাস্তবায়নের নির্দেশ

সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে পরিবেশ উপদেষ্টা বলেন, “কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বড় বাধা সৃষ্টি করে। তাই আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।”

সভায় উপস্থিতি

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো: খায়রুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, সরকারি পর্যায়ে এ উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব নগরায়ণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code