সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫
প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ, ৬ অক্টোবরের মধ্যে স্টল ফি জমা দিতে হবে
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) পণ্য প্রদর্শন, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৫।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৪ থেকে ১১ নভেম্বর ২০২৫ পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আটদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ইতোমধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে এসএমই ফাউন্ডেশন। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ‘এসএমই ফাউন্ডেশন-জেনারেল একাউন্ট’ শিরোনামে নির্ধারিত স্টল ফি বাবদ পে-অর্ডার, ফরওয়ার্ডিং লেটার এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৬ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান পে-অর্ডার জমা দিতে ব্যর্থ হলে তাদের প্রাথমিক বরাদ্দ বাতিল হবে এবং অপেক্ষমান তালিকা থেকে অন্য প্রতিষ্ঠানকে সেই স্টল বরাদ্দ দেওয়া হবে।
মেলার উদ্দেশ্য ও গুরুত্ব
জাতীয় এসএমই পণ্যমেলা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। স্থানীয়ভাবে উৎপাদিত মানসম্মত পণ্যকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে তুলে ধরার পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সংযোগ স্থাপন, বিক্রয় বৃদ্ধি ও নতুন বাজার সৃষ্টির সুযোগ তৈরি করে এই মেলা।
প্রতি বছর রাজধানীসহ দেশজুড়ে ব্যাপক আগ্রহের সঙ্গে উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা এই মেলায় অংশগ্রহণ করেন। হস্তশিল্প, জামদানি, নকশিকাঁথা, খাদ্যপণ্য, চামড়াজাত সামগ্রী, হালকা প্রকৌশল পণ্যসহ বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয় এই মেলায়।
উদ্যোক্তাদের প্রতি আহ্বান
এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে পে-অর্ডার ও সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার জন্য। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি দেশের উদ্যোক্তাদের সক্ষমতা প্রদর্শন এবং স্থানীয় শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি