লন্ডনে প্রবাসীদের প্রাণের আয়োজন ‘হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা ২০২৫’

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

লন্ডনে প্রবাসীদের প্রাণের আয়োজন ‘হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা ২০২৫’

Manual1 Ad Code

সৈয়দা নাজমা বেগম, বিশেষ প্রতিনিধি | লন্ডন (যুক্তরাজ্য), ২৮ সেপ্টেম্বর ২০২৫ : যুক্তরাজ্যে বসবাসরত শ্রীমঙ্গল প্রবাসীদের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হলো বৃহত্তম সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ ‘হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা ২০২৫’। রোববার (২৮ সেপ্টেম্বর) পাঁচ ঘন্টাব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে (24 Pembridge Gardens, London W2 4DX)।

স্থানীয় সময় বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এতে অংশ নেন যুক্তরাজ্যে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী শ্রীমঙ্গলবাসী ও তাদের পরিবার।

প্রবাসে শিকড়ের টান

Manual6 Ad Code

আয়োজক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ এর সভাপতি আব্দুর রকিব রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু জানান, “আমাদের প্রাণের শহর শ্রীমঙ্গলের মানুষজন আজ একত্রিত হয়েছেন। প্রবাসে থেকেও শিকড়ের টান অনুভব করতে পেরেছি আমরা। যুক্তরাজ্যে বসবাসরত শ্রীমঙ্গল প্রবাসীরা সপরিবারে উপস্থিত হয়ে আমাদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।”

তারা আরও বলেন, এ মিলনমেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং প্রবাসী শ্রীমঙ্গলবাসীদের হৃদয়ের টান ও ঐক্যের প্রতীক।

মিলনমেলায় উচ্ছ্বাস

Manual2 Ad Code

মিলনমেলায় ছিল নানা আয়োজন। সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গান, শিশু-কিশোরদের অংশগ্রহণ, প্রবাসীদের স্মৃতিচারণ, এবং শ্রীমঙ্গলকে ঘিরে আবেগঘন আলাপচারিতায় মুখর হয়ে ওঠে বাংলাদেশ সেন্টার। প্রবাসীদের জন্য এটি হয়ে ওঠে এক ভিন্ন মাত্রার মিলনক্ষেত্র।

শ্রীমঙ্গল প্রবাসীরা বলেন, এমন আয়োজন প্রবাসীদের মধ্যে আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে।

ঐক্যের বার্তা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা’ প্রবাসে বসবাসরত শ্রীমঙ্গলবাসীদের জন্য একটি স্মরণীয় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসীরা যেমন আনন্দ ভাগাভাগি করেছেন, তেমনি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে পৌঁছে দিতে পেরেছেন।

অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সকল প্রবাসী স্বজনদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

Manual3 Ad Code

শুভেচ্ছা বার্তা

সভাপতি আব্দুর রকিব রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু তাদের বক্তব্যে বলেন,
“প্রিয় হৃদয়ের স্বজনেরা, পরিবার-পরিজন নিয়ে সুস্থ ও ভালো থাকবেন। আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের প্রাণের সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর এই মিলনমেলায় অংশ নিয়ে আমাদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।”

উপসংহার

‘হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা ২০২৫’ হয়ে উঠেছে প্রবাসীদের হৃদয়ের উচ্ছ্বাস ও আবেগের সেতুবন্ধন। লন্ডনে অনুষ্ঠিত এই আয়োজন যেন ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে প্রবাসী শ্রীমঙ্গলবাসীদের মিলনমেলায় পরিণত হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code