বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আগামীকাল ১ অক্টোবর ২০২৫ থেকে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আগামী তিন মাস তিনি এ দায়িত্ব পালন করবেন।

Manual7 Ad Code

জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ রদবদল করা হয়। জোটের নীতিমালা অনুযায়ী সমন্বয়কের দায়িত্ব প্রতি তিন মাস অন্তর পর্যায়ক্রমে জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ পালন করেন। এর অংশ হিসেবেই এবার বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ দায়িত্ব গ্রহণ করছেন।

Manual4 Ad Code

বাম গণতান্ত্রিক জোট সূত্রে জানা গেছে, নতুন সমন্বয়ক দায়িত্ব গ্রহণের পর জোট আগামী দিনের আন্দোলন ও কর্মসূচি আরও শক্তিশালী করার পরিকল্পনা নেবে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও গণতান্ত্রিক অধিকার হরণ—এসব বিষয়ে জোট অগ্রাধিকারভিত্তিতে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিতে পারে।

কমরেড বজলুর রশীদ ফিরোজ দীর্ঘদিন ধরে দেশের বাম আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়ে আসছেন। ছাত্র আন্দোলন থেকে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে তিনি বর্তমানে বাসদ-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে শ্রমিক-কৃষক ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর স্বার্থে তিনি সোচ্চার ভূমিকা রাখেন।

জোটের বর্তমান নীতিনির্ধারণী অবস্থান সম্পর্কে নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে জোটের সমন্বয়কের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

উল্লেখ্য, বাম গণতান্ত্রিক জোটে বর্তমানে কয়েকটি বাম রাজনৈতিক দল যুক্ত রয়েছে। জোটটি গঠনকালে সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক পদটি ঘূর্ণায়মান ভিত্তিতে ভাগাভাগি করে পালন করবেন সদস্যদলগুলোর শীর্ষ নেতারা। সেই ধারাবাহিকতায় এবার দায়িত্ব নিচ্ছেন বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code