প্রশিক্ষণের জন্য পরামর্শক নিয়োগ দিচ্ছে ইউএনডিপি

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

প্রশিক্ষণের জন্য পরামর্শক নিয়োগ দিচ্ছে ইউএনডিপি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ অক্টোবর ২০২৫ : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) বাংলাদেশে কর্মরত জাতিসংঘ স্বেচ্ছাসেবকদের (UN Volunteers) জন্য ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ বা কর্মজীবন উন্নয়ন বিষয়ক একটি শিক্ষণ সেশন পরিচালনার উদ্দেশ্যে একজন ওয়ার্কশপ ফ্যাসিলিটেটর বা কর্মশালা পরিচালনাকারী ব্যক্তিগত পরামর্শক (Individual Consultant) নিয়োগ দিচ্ছে।

Manual3 Ad Code

ইউএনডিপি সূত্রে জানা গেছে, নির্বাচিত পরামর্শককে মোট ৫ কার্যদিবসের মধ্যে দুই সপ্তাহ মেয়াদে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। এই সময়ের মধ্যে তিনি কর্মজীবন পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপথ নির্ধারণে স্বেচ্ছাসেবকদের সহায়তা করবেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মরত জাতিসংঘ স্বেচ্ছাসেবকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করছে ইউএনডিপি।

ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি শিক্ষা, দারিদ্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নসহ নানা ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন করছে।

ইউএনডিপি জানিয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন ফর্ম পাওয়া যাবে এই লিঙ্কে: https://bit.ly/4nDijcY

আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৫।

Manual1 Ad Code

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, “এই প্রশিক্ষণ সেশনটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও সম্ভাবনা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পান এবং ভবিষ্যৎ পেশাগত জীবন গঠনে আত্মবিশ্বাসী হতে পারেন।”

জাতিসংঘের স্বেচ্ছাসেবক কর্মসূচি (UNV) বর্তমানে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে শতাধিক তরুণ-তরুণীকে সম্পৃক্ত করেছে, যারা বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অবদান রাখছে। ইউএনডিপি’র এ উদ্যোগ তাদের পেশাগত যাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code