টিআইবির দুর্নীতিবিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫: নিবন্ধন শুরু

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

টিআইবির দুর্নীতিবিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫: নিবন্ধন শুরু

Manual5 Ad Code
তরুণদের যুক্তি ও নৈতিকতার মঞ্চে আহ্বান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ অক্টোবর ২০২৫ : দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজন করতে যাচ্ছে “দুর্নীতিবিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”।

আগামী ৬ – ৮ নভেম্বর ২০২৫ সাভারের আশুলিয়াস্থ সিসিডিবি হোপ সেন্টারে “দুর্নীতিবিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত হবে।

আসন্ন প্রতিযোগিতার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ/সমমানের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক সংগঠনগুলো এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

প্রতিযোগিতার ধরণ ও নিয়মাবলি

Manual3 Ad Code

টিআইবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাংলা ভাষায়, প্রচলিত এশিয়ান সংসদীয় পদ্ধতি ও ট্যাব সিস্টেমে। বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে ইংরেজি বা অন্যান্য ভাষার শব্দ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হবে।

Manual3 Ad Code

প্রতিযোগিতায় ৩২টি দল অংশ নেওয়ার সুযোগ পাবে। নিবন্ধনের ক্রমানুসারে দলগুলো নির্বাচিত হবে। কোনো দল নির্ধারিত সময়ে অংশ নিতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা থেকে পরবর্তী দল অন্তর্ভুক্ত করা হবে।

প্রতি দলে থাকবে তিনজন বিতার্কিক, এবং একজন নারী বিতার্কিক থাকা বাধ্যতামূলক (বিশেষ পরিস্থিতিতে ছাড়প্রাপ্তি সাপেক্ষে)। প্রতিযোগিতার শুরুতে যে তিনজন বিতার্কিক প্রথম রাউন্ডে অংশ নেবেন, পুরো প্রতিযোগিতায় তারাই দলের হয়ে যুক্তি উপস্থাপন করবেন।

বিতার্কিকরা গঠনমূলক পর্বে ৫ মিনিট এবং যুক্তিখণ্ডন পর্বে ৩ মিনিট করে বক্তব্য রাখবেন। ফাইনাল রাউন্ডে সময় হবে যথাক্রমে ৭ ও ৪ মিনিট। বক্তব্যের সময়সীমা অতিক্রম করলে বিচারকরা পেনাল্টি নম্বর দিতে পারবেন।

শালীনতা ও নৈতিকতার কঠোর বিধি

প্রতিযোগিতায় ব্যক্তিগত আক্রমণ, ধর্ম-বর্ণ-লিঙ্গভিত্তিক বিদ্বেষমূলক বক্তব্য কিংবা রাষ্ট্রবিরোধী মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিতর্ক চলাকালে অন্যের কাছ থেকে বা প্রযুক্তি ব্যবহার করে তথ্য নেওয়া যাবে না।

বিচারকরা ট্যাব পদ্ধতির নিয়ম মেনে প্রতিটি রাউন্ডের ফলাফল নির্ধারণ করবেন এবং প্রতিটি রাউন্ডের ফল ঘোষণা করা হবে সংশ্লিষ্ট ভেন্যুতেই। ফলাফল সংক্রান্ত কোনো আপত্তি পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না।

বিষয়বস্তু ও কর্মশালা

বিতর্কের বিষয় নির্ধারণ করা হবে টিআইবির কর্মপরিধির আলোকে— যেমন দুর্নীতি, সুশাসন, গণতন্ত্র, তথ্য অধিকার, নির্বাচন, অর্থপাচারসহ সাম্প্রতিক প্রাসঙ্গিক ইস্যু। প্রতিযোগিতার শুরুতে আয়োজন করা হবে একটি বিষয়ভিত্তিক কর্মশালা, যেখানে অংশগ্রহণকারীদের গবেষণা, তথ্য-উপাত্ত ও তাত্ত্বিক দিকনির্দেশনা দেওয়া হবে।

আবাসন ও শৃঙ্খলা

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য টিআইবি পক্ষ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসনের ব্যবস্থা থাকবে। নারী ও পুরুষ বিতার্কিকদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ দেওয়া হবে। আবাসিক ভেন্যুতে অবস্থানকালে অসদাচরণ, মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণ, জেন্ডারভিত্তিক অনৈতিক আচরণসহ যে কোনো অসংলগ্ন কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে দলকে বহিষ্কার ও ভবিষ্যতে নিষিদ্ধ করা হতে পারে।

ভেন্যুর সম্পদ, আসবাব বা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলে তা গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি টিআইবির অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে টিআইবি নিজস্ব ব্যবহারের জন্য ভিডিও ধারণ করতে পারবে, এবং চূড়ান্ত পর্ব সরাসরি সম্প্রচার করা হতে পারে।

Manual7 Ad Code

পুরস্কার ও প্রণোদনা

চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে দলীয় ট্রফি ও নির্ধারিত অর্থ পুরস্কার প্রদান করা হবে। ফাইনালিস্ট দলের প্রতিটি বিতার্কিককে ব্যক্তিগত ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
এ ছাড়াও “শ্রেষ্ঠ বিতার্কিক” ও “ফাইনাল বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিক”-কে বিশেষ ক্রেস্ট, সনদ এবং অর্থ পুরস্কারে ভূষিত করা হবে।

Manual7 Ad Code

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিক ও বিচারক ভ্রমণভাতা ও খাবারের ভাতা পাবেন, যা প্রতিযোগিতা শেষে সাত কার্যদিবসের মধ্যে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

তরুণদের নৈতিক নেতৃত্ব গঠনের প্রয়াস

টিআইবির মতে, এই প্রতিযোগিতা শুধু একটি বিতর্ক নয়— এটি তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ, যুক্তিবাদী চিন্তাভাবনা ও নেতৃত্বগুণ বিকাশের একটি আন্দোলন।
দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ বিতার্কিকরা যুক্তি, গবেষণা ও নৈতিকতার লড়াইয়ে নিজেদের সেরাটি তুলে ধরবেন— এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ভিজিট করুন:
???? https://tibiv.ti-bangladesh.org

https://tibiv.ti-bangladesh.org/?fbclid=IwdGRjcANQQYJjbGNrA1BBcmV4dG4DYWVtAjExAAEexrBiZTcHk7T8-zRfeQ-5wQ4pOWMRF1yJlRk1te1W22xk2DpI1XY3gwt8bYI_aem_28MDbpxEmHAslXzOtY1aRQ

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code