করি শিশুর মনের যত্ন, হয়ে উঠুক দেশ ও জাতির রত্ন শীর্ষক ওয়েবিনার ১০ অক্টোবর

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

করি শিশুর মনের যত্ন, হয়ে উঠুক দেশ ও জাতির রত্ন শীর্ষক ওয়েবিনার ১০ অক্টোবর

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৭ অক্টোবর ২০২৫ : “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন করা হচ্ছে সারাদেশে। এই প্রতিপাদ্যের আলোকে শিশুদের মানসিক সুস্থতা ও বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ওয়েবিনার: “করি শিশুর মনের যত্ন, হয়ে উঠুক দেশ ও জাতির রত্ন।”

শিশুর মনে জন্ম নেয় নানা প্রশ্ন, কৌতূহল ও ভাবনার জগৎ। তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, অনুভূতি বোঝা এবং মানসিকভাবে পাশে থাকা শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক যত্নকেও সমান গুরুত্ব দিতে হবে— এই মূল বার্তাকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে এই ওয়েবিনারটি।

ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত, জুম প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচারের মাধ্যমে।

অংশগ্রহণের জন্য আগ্রহীরা পূর্বেই নিবন্ধন করতে পারবেন নিচের লিংকের মাধ্যমে:

???? রেজিস্ট্রেশন লিংক: https://bracied.zoom.us/meeting/register/oJD89qV9Rfq3eYq6dDV6Rg

ওয়েবিনারের মূল তথ্যাবলি:

প্রধান অতিথি:
দিলারা বেগম
মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি

সঞ্চালক:
নাহিদ পারভীন
সিনিয়র ম্যানেজার ও স্পেশালিস্ট, ইসিডি অ্যান্ড ট্রেনিং,
ব্র্যাক আইইডি, ব্র্যাক ইউনিভার্সিটি;

আলোচকবৃন্দ:

@ কুঁড়ি চিসিম, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট, প্লে অ্যান্ড ইসিডি, ব্র্যাক আইইডি, ব্র্যাক ইউনিভার্সিটি;

Manual7 Ad Code

@ নুসরাত জাহান, ম্যানেজার ও সিনিয়র সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল সাপোর্ট টিম, ব্র্যাক আইইডি, ব্র্যাক ইউনিভার্সিটি;

@ মো. তাইফুর ইসলাম, ম্যানেজার ও সিনিয়র সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল সাপোর্ট টিম, ব্র্যাক আইইডি, ব্র্যাক ইউনিভার্সিটি।

শিশুর মানসিক যত্ন: ভবিষ্যতের বিনিয়োগ

Manual1 Ad Code

ওয়েবিনারের আলোচনায় বিশেষজ্ঞরা তুলে ধরবেন— শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব, তাদের অনুভূতি প্রকাশের সুযোগ তৈরি করা, পরিবারের ভূমিকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব। শিশুদের কথা শোনা ও তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলা সমাজে সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, শিশুদের আবেগ বুঝতে শেখা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা মানে কেবল তাদের সুখী শৈশব নয়— বরং তা একটি সচেতন, সৃজনশীল ও মানবিক প্রজন্ম গঠনের পথও প্রশস্ত করে।
“শিশুর মনের যত্ন” কেবল একটি সামাজিক আহ্বান নয়, এটি একটি মানবিক দায়িত্ব— যেখান থেকে শুরু হয় উন্নত জাতি গঠনের পথচলা।

Manual8 Ad Code

ওয়েবিনারে অংশগ্রহণের আহ্বান

ব্র্যাক আইইডি সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং শিশুবিকাশে আগ্রহী ব্যক্তিদের এই ওয়েবিনারে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
ওয়েবিনারে অংশ নিয়ে শিশুদের মানসিক বিকাশ, আবেগ প্রকাশ ও যত্নের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি লাভের সুযোগ থাকবে অংশগ্রহণকারীদের জন্য।

Manual5 Ad Code

????️ তারিখ: ১০ অক্টোবর ২০২৫
???? সময়: সকাল ১০:৩০ টা – ১১:৩০ টা
???? প্ল্যাটফর্ম: জুম
???? রেজিস্ট্রেশন লিংক: https://bracied.zoom.us/meeting/register/oJD89qV9Rfq3eYq6dDV6Rg

ওয়েবিনারে অংশগ্রহণ করতে আজই রেজিষ্ট্রেশন করুন!

রেজিষ্ট্রেশন লিংক: https://bracied.zoom.us/meeting/register/oJD89qV9Rfq3eYq6dDV6Rg

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code