সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক, সমাজ অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৭৫-৭৬ শিক্ষাবর্ষের ছাত্র সৈয়দ নুরুল আজহার (জাহাঙ্গীর)-এর স্মরণে এক শোকসভার আয়োজন করা হয়েছে।
আগামী ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, বিকেল ৫টায় এ শোকসভাটি অনুষ্ঠিত হবে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০২ নং হলে (ঠিকানা: ১৭ ময়মনসিংহ রোড, বাংলামটর, ঢাকা)।
এই শোকসভার আয়োজন করেছে সমাজ অধ্যয়ন কেন্দ্র।
প্রয়াত সৈয়দ নুরুল আজহার ছিলেন দেশের শিক্ষা ও সমাজচিন্তার অঙ্গনে এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে। পাশাপাশি সমাজ অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাকাল থেকে তিনি সামাজিক পরিবর্তন, শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শোকসভায় তাঁর সহপাঠী, সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
বক্তারা সৈয়দ নুরুল আজহার (জাহাঙ্গীর)-এর জীবন, চিন্তাধারা ও সমাজে তাঁর অবদানের নানা দিক তুলে ধরবেন।
বাংলা ভাষা, সাহিত্য ও সমাজবিজ্ঞানচর্চার ক্ষেত্রে তাঁর নিষ্ঠা ও বৌদ্ধিক শ্রম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
শোকসভায় অংশগ্রহণের জন্য সকল সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি