সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫
নাম ভুলে গেছি, দুর্বল মেধা
স্মরণে রেখেছি মুখ;
কাল রজনীতে চিনিব তোমায়
আপাতত স্মৃতিভুক।
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব
দু’চোখে পরান ভরে;
পূজারী যেমন প্রতিমার মুখে
প্রদীপ তুলিয়া ধরে।
তুমি ফিরে যাবে উড়ন্ত রথে
মাটিতে পড়িবে ছায়া,
মন্দির খুঁড়ে দেখিব তোমায়
মন্দ্রিত মহামায়া।
ভুলে যাব সব সময়-নিপাতে
স্মরণে জাগিয়ে প্রেম,
আঁধারে তখন জ্বলিবে তোমার
চন্দনে মাখা হেম।
#
নির্মলেন্দু গুণের “স্মরণ” কবিতাটি স্মৃতি, প্রেম ও পূজার প্রতীকী মেলবন্ধনে গঠিত।
????️ সারমর্ম: “স্মরণ” — নির্মলেন্দু গুণ
কবিতায় কবি এক প্রিয় মুখের স্মৃতি ধরে রাখেন, নাম ভুলে গেলেও সেই মুখ তাঁর মনে অনন্ত আলোর মতো জ্বলে থাকে। প্রিয়াকে তিনি পূজার প্রতিমার মতো শ্রদ্ধা ও ভালোবাসায় দেখেন—নীরব আর নিবেদিত দৃষ্টিতে। প্রিয়া যখন দূরে চলে যাবে, তখনও তার ছায়া কবির হৃদয়ে অমলিন থাকবে। সময়ের প্রবাহে সবকিছু ভুলে গেলেও প্রেমের স্মরণ অন্ধকারে দীপ্যের মতো জেগে থাকবে।
এ কবিতা মূলত ভালোবাসার স্মৃতি, আকুলতা ও আধ্যাত্মিক ভক্তির এক কাব্যিক প্রকাশ।
#বাংলাকবিতা
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি