মুক্তচিন্তা বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটির প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

মুক্তচিন্তা বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটির প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | রাজশাহী, ০৯ নভেম্বর ২০২৫ : সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি আয়োজন করেছে “প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫”।

Manual5 Ad Code

সারাদেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতা আগামী ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।

আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশের যে-কোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীরা যে-কোনো বিষয়ে প্রবন্ধ জমা দিতে পারবেন, তবে প্রবন্ধ অবশ্যই সৃজনশীল ও পূর্বে অপ্রকাশিত হতে হবে। প্রবন্ধের শব্দসীমা সর্বোচ্চ ১০০০ নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের পূর্ণাঙ্গ পরিচয়, মোবাইল নম্বর ও এক কপি ছবি সংযুক্ত করে প্রবন্ধ পাঠাতে হবে সংগঠনের অফিসিয়াল ইমেইলে — ruwsbd@gmail.com ঠিকানায়।

Manual1 Ad Code

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি জানিয়েছে, প্রবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহ বাড়ানো এবং সমাজে মুক্তচিন্তা ও বিশ্লেষণমূলক মনন গঠনে উৎসাহ দেওয়া তাদের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য থাকবে সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও সেরা প্রবন্ধসমূহ সংগঠনের প্রকাশনা বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

Manual3 Ad Code

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি (RUWS) প্রতিষ্ঠালগ্ন থেকেই তরুণ লেখকদের বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনের নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে সাহিত্য কর্মশালা, কবিতা আবৃত্তি, গল্পপাঠ, এবং সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, “প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫” তরুণ প্রজন্মের মধ্যে চিন্তার স্বাধীনতা, যুক্তিবাদী মনোভাব ও সৃজনশীলতার অনুশীলনকে আরও বেগবান করবে।

অংশগ্রহণ ও বিস্তারিত জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটির ফেসবুক পেজ ভিজিট করা যাবে — www.facebook.com/ruwsbd

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ