গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারের প্রথম সম্মানী পেলেন পারভেজ হাসান

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারের প্রথম সম্মানী পেলেন পারভেজ হাসান

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | সিলেট, ১০ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে গীতিকার হিসেবে প্রথম সম্মানী পেলেন তরুণ লেখক, কবি ও সাংবাদিক পারভেজ হাসান। তিনি একাধারে লিটলম্যাগ ‘পঙক্তি’-এর সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, কবি, ছড়াকার এবং সাংবাদিক হিসেবে সাহিত্য ও গণমাধ্যমে পরিচিত মুখ।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লেখেন— “কাজ করলে একদিন সফলতা আসবেই! তা কেউ আটকাতে পারবে না। কাজের পারিশ্রমিক যখন পাওয়া যায়, তখন সেটার প্রতি আরও দায়িত্ব বেড়ে যায়।
লেখালেখি করি সেই ছোট্টবেলা থেকে। কবিতা দিয়ে যাত্রা শুরু হলেও একটা সময় গান লেখার প্রতি বেশি মনোযোগী হয়ে পড়ি এবং পরবর্তীতে গীতিকার হিসেবে স্বীকৃতি পেলাম—সেটা অনেক গৌরবের এবং আনন্দের।”

তিনি আরও লিখেছেন, “ইতিমধ্যে বেশ কিছু গান রেকর্ড ও প্রচার হয়েছে। এই অল্প বয়সে এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আজ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে প্রথম সম্মানী পেলাম। সেটা হাতে তুলে দিলেন আঞ্চলিক পরিচালক জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।”

গান ও সাহিত্যচর্চায় দীর্ঘ পথচলা

Manual8 Ad Code

পারভেজ হাসান ১৯৯২ সালের ৯ নভেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুর রশিদ, মাতা রীনা বেগম। এক ভাই ও এক বোনের মধ্যে তিনিই বড়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিল প্রবল ঝোঁক। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন কবিতা লেখা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ছড়া ও গান লিখে সাহিত্যের বিভিন্ন শাখায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

২০০৯ সাল থেকে তিনি নিয়মিত গান লিখতে শুরু করেন। এরই মধ্যে তাঁর লেখা তিন শতাধিক গান রেকর্ড হয়েছে, যার অনেকগুলোই বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেতার ও অনলাইন মাধ্যমে প্রচারিত হয়েছে।

শিক্ষা ও পেশাজীবন

শিক্ষাজীবনে পারভেজ হাসান শ্রীমঙ্গলের হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং সিলেট এমসি কলেজ থেকে ভাষা ও সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেছেন।

সাংবাদিকতা পেশায়ও তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন। প্রজন্ম ট্রিবিউন, ডিপিসি বাংলা টিভি, দৈনিক মর্নিং পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি মর্নিং পোস্ট-এর জেলা স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual7 Ad Code

সাহিত্য ও সমাজসেবায় সম্পৃক্ততা

Manual4 Ad Code

লেখালেখির পাশাপাশি ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত পারভেজ হাসান। তাঁর উদ্যোগে একাধিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, যা স্থানীয় তরুণদের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে।

Manual6 Ad Code

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে গীতিকার হিসেবে প্রথম সম্মানী প্রাপ্তিতে পারভেজ হাসানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, বিশিষ্ট কলামিস্ট ও আরপি নিউজ-এর সম্পাদক কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

তিনি বলেন, “গীতিকার হিসেবে প্রথম সম্মানী পাওয়ায় তোমাকে শুভেচ্ছা ও অভিনন্দন! তোমার এই প্রাপ্তিতে আমরা আনন্দিত এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমার এই অর্জন বাংলা গান ও সংগীতের জগতে নতুন অনুপ্রেরণা যোগাবে।”

তিনি আরও বলেন, “তোমার লেখনী বাংলা গানের জগৎকে আরও সমৃদ্ধ করুক, নতুন উচ্চতায় নিয়ে যাক—এই কামনাই করি।”

উপসংহার

সৃজনশীলতা, অধ্যবসায় ও নিষ্ঠা—এই তিন শক্তিকে সঙ্গী করে পারভেজ হাসান আজ দেশের সংগীতাঙ্গনে নিজের অবস্থান গড়ে তুলেছেন। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে প্রাপ্ত এই প্রথম সম্মানী তাঁর দীর্ঘ সাহিত্য ও গানের যাত্রায় এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ