বাউল সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা রাষ্ট্র সংস্কার আন্দোলনের

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

বাউল সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা রাষ্ট্র সংস্কার আন্দোলনের

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ : মানিকগঞ্জে বাউল শিল্পী মোঃ আবুল সরকারকে মিথ্যা ধর্ম অবমাননা অভিযোগে গ্রেফতার এবং পরবর্তীতে বাউল সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংস্কৃতিক সম্পাদক উম্মে হাবিবা কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিতভাবে বিভিন্ন অঞ্চলে বাউল শিল্পীদের ওপর হামলা, হুমকি, নির্যাতন এবং প্রাণনাশের হুমকি ক্রমাগতভাবে বেড়ে চলেছে। বিশেষ করে আজ মানিকগঞ্জ কোর্ট এলাকায় উগ্রবাদী গোষ্ঠীর মিছিল, সহিংস আচরণ এবং ভয়াবহ উস্কানিমূলক স্লোগান—বাংলার বাউল ঐতিহ্যের অস্তিত্ব, শিল্প-সাংস্কৃতিক বহুত্ব ও মানবিকতার মূল চেতনাকে অবমানিত করেছে।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জোর দিয়ে বলছে:

Manual3 Ad Code

১. গ্রেফতারকৃত বাউল শিল্পীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
২. মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলায় জড়িত উস্কানিদাতা, হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করতে হবে।
৩. বাউল শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. শিল্প-সংস্কৃতির স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় নিশ্চয়তা প্রতিষ্ঠা করতে হবে।

Manual4 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, বাংলার লোকসংস্কৃতি, বাউল দর্শন ও মানবতাবাদী চর্চা আমাদের জাতির ইতিহাস ও পরিচয়ের অংশ। এই ঐতিহ্যকে দমন করতে কোন উগ্রবাদী চক্রের তাৎক্ষণিক কিংবা দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ