যৌথ প্রেমের খামার -১

প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

যৌথ প্রেমের খামার -১

Manual8 Ad Code

আয়শা জাহান নূপুর |

দিন দিন কলেবরে ছোট হয়ে যাবে প্রেম, জানি সে কথা। তবুও বেঁচে থাকার অপেক্ষা,
বুঁদ হয়ে থাকে ডাকবাক্সের ঢাকনার মুখে।
এই ভেবে বেঁচে আছি-
হেমন্তের আকাশ ছুঁয়ে উড়ে আসবে একটা গোত্রহীন পাখি, মুখে নিয়ে আশ্চর্য নরম দিন।
#

Manual7 Ad Code

সারাংশ/সারমর্ম:
কবিতাটি প্রেমের ক্ষয় ও অপেক্ষার অনুভূতি নিয়ে রচিত। কবি জানেন যে সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের পরিসর ছোট হয়ে যাবে, তবুও তিনি বেঁচে থাকেন আশা ও প্রতীক্ষার টানে। ডাকবাক্সের ঢাকনার মতো স্থির হয়ে তিনি অপেক্ষা করেন—যেন হেমন্তের আকাশ ভেদ করে একদিন কোনো গোত্রহীন পাখি আশ্চর্য নরম দিনকে মুখে নিয়ে তার জীবনে এসে পৌঁছাবে। অর্থাৎ, প্রেম ক্ষয়প্রাপ্ত হলেও আশা ও প্রত্যাশাই তাকে বাঁচিয়ে রাখে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ