অনন্য স্বীকৃতি: আমজাদ হোসেন রনি পাচ্ছে ‘সড়কযোদ্ধা সম্মাননা’

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬

অনন্য স্বীকৃতি: আমজাদ হোসেন রনি পাচ্ছে ‘সড়কযোদ্ধা সম্মাননা’

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ জানুয়ারি ২০২৬ : নিরাপদ সড়ক আন্দোলনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘সড়কযোদ্ধা সম্মাননা ক্রেস্ট’-এর জন্য মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি। একই সঙ্গে তার নেতৃত্বাধীন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখা পাচ্ছে ‘বিশেষ সম্মাননা’।

Manual2 Ad Code

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী ৫ জানুয়ারি ২০২৬ ইং ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিক আয়োজনে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে।

Manual2 Ad Code

এ উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করে আমজাদ হোসেন রনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, “আলহামদুলিল্লাহ, নতুন বছরের শুরুতে নতুন খবর পেলাম। নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাকে ‘সড়কযোদ্ধা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি ঢাকায় একটি অনুষ্ঠানে আমার হাতে তুলে দেওয়া হবে সড়কযোদ্ধা সম্মাননা ক্রেস্ট এবং নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখাকে বিশেষ সম্মাননা। এ জন্য নিসচা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা।”

Manual4 Ad Code

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান স্বাক্ষরিত ও প্রেরিত এক আনুষ্ঠানিক পত্রে আমজাদ হোসেন রনিকে জানানো হয়, “আস্সালামু আলাইকুম। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ৫ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য প্রতিনিধি সম্মেলনে আপনাকে ‘সড়কযোদ্ধা’ সম্মাননা ক্রেস্ট এবং আপনার শ্রীমঙ্গল উপজেলা শাখাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।”

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ব্যানারে দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলায় সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা, মানববন্ধন, আলোচনা সভা ও গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন আমজাদ হোসেন রনি। তার এই কাজের স্বীকৃতিতেই কেন্দ্রীয় কমিটি জাতীয় পর্যায়ে তাকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
#
এদিকে আমজাদ হোসেন রনি’র এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে আমজাদ হোসেন রনির নিষ্ঠা, সততা ও সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। জাতীয় পর্যায়ে ‘সড়কযোদ্ধা সম্মাননা’ প্রাপ্তি তার কাজের যথার্থ স্বীকৃতি। তিনি আমজাদ হোসেন রনির উত্তরোত্তর সফলতা ও অগ্রগতি কামনা করেন।

Manual2 Ad Code

স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরাও এই সম্মাননাকে শ্রীমঙ্গলবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন—ভবিষ্যতেও তার নেতৃত্বে নিরাপদ সড়ক আন্দোলন আরও বেগবান হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ