সিলেট ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১৮ জানুয়ারি ২০২৬ : সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে জনআস্থার শীর্ষস্থানে পৌঁছে দিতে মাঠপর্যায়ের সাংবাদিকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় পরিসরে দৈনিক বর্তমান বাংলাকে আরও শক্ত অবস্থানে নিতে পেশাদারিত্ব, নৈতিকতা ও অনুসন্ধানী প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দৈনিক বর্তমান বাংলা পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন পত্রিকাটির পাঁচটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মফস্বল ইনচার্জ সিরাজুল মনির।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আঙ্গুরা টাওয়ারে অবস্থিত দি সিলেট বাপেট হাউজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল মনির বলেন, “মাঠপর্যায়ের প্রতিনিধিরাই একটি পত্রিকার প্রকৃত প্রাণশক্তি। আপনারাই সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী প্রতিবেদন এবং নৈতিক সাংবাদিকতার মাধ্যমে দৈনিক বর্তমান বাংলাকে দেশব্যাপী আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য যাচাই, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরো চিফ কামরুল হাসান জুলহাস। যৌথ সঞ্চালনায় ছিলেন স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ ও সদর প্রতিনিধি আশরাফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে কামরুল হাসান জুলহাস বলেন,
“বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সংবাদকর্মীদের সত্যের পক্ষে অবিচল থাকতে হবে এবং যে কোনো চাপের মুখেও আপস করা যাবে না।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম, সিলেট সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ কবি সাজ্জাদ আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি বদরুল ইসলাম, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম ও শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতাই সমাজে সত্য ও ন্যায়ের পথ সুগম করে। গণমাধ্যম যদি পেশাগত নীতিমালা মেনে চলে, তবে তা সমাজ সংস্কারে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহীন আলম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি স্মরন সিং, পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি