ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক অহিদুজ্জামান গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক অহিদুজ্জামান গ্রেপ্তার

ঢাকা, ২৮ জুলাই ২০২০: মহামারীর মধ্যে অফিস গুটিয়ে পালিয়ে যাওয়া ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক অহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সকালে খিলক্ষেত লেকসিটির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান।
এ ঘটনায় এর আগে ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, তার স্ত্রী নিপা সুলতানা নুপুর এবং শহীদ উল্লাহর ব্যক্তিগত সহকারী মোবারককে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের মাধ্যমে প্রায় ২২ হাজার বিও হিসাবধারী শেয়ার কেনাবেচা করতেন। তাদের যে শেয়ার রয়েছে, তার বাজার মূল্য ৮২ কোটি টাকার মত বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছিল।
কিন্তু এর মালিক শহিদ উল্লাহ সম্প্রতি ব্রোকারেজ হাউজ বন্ধ করে লাপাত্তা হয়ে গেলে বিপাকে পড়েন বিনিয়োগকারীরা। সঙ্কটকালে শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন।
এরপর দুই বিনিয়োগকারী তাদের এক কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ করে পল্টন থানায় মামলা করেন।
এর ভিত্তিতে গত ৬ জুলাই লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকা থেকে শহীদ উল্লাহ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই মামলায় শহীদ উল্লাহকে রিমান্ডে নিয়ে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ