সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০
জিকুয়ান (চীন), ২৩ আগস্ট ২০২০ : চীন আজ সকাল ১০ টা ২৭ মিনিটে (বেইজিং সময়) উত্তর পশ্চিমাঞ্চলীয় জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি নতুন অপটিক্যাল রিমোর্ট সেনসিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।
গাওফেন ৯০৫ স্যাটেলাইট একটি লং মার্চÑ২ডি রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। এটি প্রধানত ভূমি জরিপ, নগর পরিকল্পনা,ভূমি অধিকার নিশ্চিতকরণ,সড়ক নেটওয়ার্কের নকসা, শস্য উৎপাদন পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধের কাজে ব্যবহার করা হবে। এটি অবশ্য বেল্ট এন্ড রোড কনস্ট্রাকশনের তথ্যও সরবরাহ করবে।
এ ছাড়াও একটি বহুমুখী পরীক্ষণ স্যাটেলাইট এবং তিয়ানতুÑ৫ নামে অপর একটি স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয়েছে।
একাডেমি অব মিলিটারি সায়েন্স উদ্ভাবিত বহুমুখি টেস্ট স্যাটেলাইট কক্ষপথে যোগাযোগ, নেভিগেশন এবং রিমোট সেনসিং টেকনোলজি পরীক্ষা ও যাচাই করবে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি উদ্ভাবিত তিয়ানতু-৫ জাহাজ, এয়ার ক্রাফট, বয়া এবং ইন্টারনেটের জন্য ডাটা সংগ্রহ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করবে।
রবিবারের এই উৎক্ষেপণ ছিল, লং মার্চ রকেট সিরিজের ৩৪৩ তম মিশন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D