সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
|| শেখ জুয়েল রানা || নিজস্ব প্রতিবেদক (শ্রীমঙ্গল), ৩০ অাগস্ট ২০২০: নিখোঁজ হওয়ার পর শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগান থেকে কলেজ ছাত্র স্বাক্ষর দেবের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশ জানায়, রবিবার ভোর সাড় ৫ টার দিকে উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত কলেজ ছাত্র স্বাক্ষর দেব ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব এর পুত্র। সে শ্রীমঙ্গল সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে স্বাক্ষরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনিয়ে এদিন পরিবারের পক্ষে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, স্বাক্ষর দেবের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃতদেহের পাশে সেভেন আপের বোতলে চেতনানাশক দ্রব্য মিশ্রিত পানীয় পাওয়া গেছে। তাকে এই পানীয় খাইয়ে অচেতন করে পরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D