গ্রেপ্তার হলেন ভারতীয় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

গ্রেপ্তার হলেন ভারতীয় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী

Manual6 Ad Code

মুম্বাই (ভারত), ০৬ সেপ্টেম্বর ২০২০: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্তে বলিউডে মাদকের প্রাচুর্যতার প্রসঙ্গ উঠে এসেছে। বিষয়টি নিয়ে তোড়জোড়ে তল্লাশি চালাচ্ছেন ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই। মাদক পাচারে জড়িতদের অনেক সেলিব্রেটির নাম জানা যাচ্ছে।

Manual4 Ad Code

এবার মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) একটি দল। এসময় রাগিনীর ফোন-ল্যাপটপসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয়। পরে তদন্তকারীরা সিসিবি দপ্তরে নিয়ে গেলে গ্রেপ্তার দেখানো হয় এ অভিনেত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গত ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করে সিসিবি। কিন্তু হাজির না হয়ে নিজের ফোন নম্বরও বদলে ফেলেন রাগিনী। এরপরই তার বাড়িতে তল্লাশির জন্য আদালতে আবেদন জানায় সিসিবি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে শুক্রবার ভোরেই রাগিনীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় সিসিবির তদন্তকারীরা।
জানা গেছে, কিছুদিন আগে রবি নামে রাগিনীর এক ঘনিষ্ঠ বন্ধু মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হন। জিজ্ঞাসাবাদে রবি রাগিনীর নামসহ মাদক কারবারে আরো কিছু তথ্য দেন।
বেঙ্গালুরুতে জন্ম নেয়া ভারতীয় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর ২০০৯-এ ‘বীর মাদাকারি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে রয়েছে কেম্পে গৌড়া, রাগিনী আইপিএস, শিবা, বাঙ্গারি প্রভৃতি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code