এতো মেম্বার প্রতিদিন জয়েন করছে কেনো? কিছু শেখার জন্য

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

এতো মেম্বার প্রতিদিন জয়েন করছে কেনো? কিছু শেখার জন্য

|| কানিজ নিশিতা || ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২০ : উই গ্রুপে লাইফ শেয়ার করা যায় না। লিংক দেওয়া যায় না। মেম্বার এড করতে হয় না। সেল পোস্ট দেওয়া যায় না।

তারপরেও এতো মেম্বার প্রতিদিন জয়েন করছে কেনো?? কিছু শেখার জন্য জ্ঞান অর্জন করার জন্য।।
১০০ দিন ১০০ কমেন্ট এবং সকলের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা।।
নিজের প্রোডাক্ট সেল নিয়ে কারো সাথে কোন দ্বন্দ্ব নেই সবাই মিলে মিশে একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছি ভালবাসার উই কে।।

এই ভাললাগা থেকে আমরা সকলেই প্রতিদিন নিজেদের এক্টিভ রাখবো।। নিজের জন্য সকলের মাঝে সুন্দর একটা জায়গা তৈরি করবো।।

কানিজ নিশিতা
নিজস্ব ডিজাইন এর কুর্তি, ড্রেস, জুয়েলারি এবং শাড়ি
ঔনার অফ সহজিয়া

এ সংক্রান্ত আরও সংবাদ