এরচেয়ে বড় পাওয়া আর কি হতে পারে?

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

এরচেয়ে বড় পাওয়া আর কি হতে পারে?

|| ক্যামেলিয়া মোস্তফা রিতু || ঢাকা থেকে, ১৬ সেপ্টেম্বর ২০২০ : সকাল সকাল উইয়ের কভারে আমি। দ্বিতীয়বারের মত কভারে আমি এরচেয়ে বড় পাওয়া আর কি হতে পারে উই থেকে। খুব খুশি লাগছে :)।

উইয়ের প্রতি ভালোবাসাটা গভীর হচ্ছে দিন দিন। কভারে জায়গা পাওয়া কাজের অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ নাসিমা আক্তার নিশা আপুকে সকালে এতো সুন্দর একটা উপহার দেবার জন্য। এতো এতো মানুষের মাঝে কভারে জায়গা পাওয়া ভাগ্যের ব্যপার আমি মনে করি। ধন্যবাদ Razib Ahmed স্যারকে উনারা এতো সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন আমাদেরকে।
#
আমি ক্যামেলিয়া মোস্তফা রিতু
ঢাকা থেকে
কাজ করছি হাতের তৈরি গহনা ও ম্যাক্রেমি নিয়ে
স্বত্ত্বাধীকারি: সুতন্তু- Sutantu

এ সংক্রান্ত আরও সংবাদ