পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন কার্যক্রম তরান্বিত করার আহ্বান ইউজিসি’র

প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন কার্যক্রম তরান্বিত করার আহ্বান ইউজিসি’র

Manual2 Ad Code

ঢাকা, ১৬ অক্টোবর ২০২০ : পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম আরো তরান্বিত করতে উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়া শিক্ষার্থীদের পাঠক্রমে আরো বেশি সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

Manual5 Ad Code

বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সঙ্গে উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, আগে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের বিনা সুদে স্মার্টফোন ও বিনামূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ দিতে ইউজিসির উদ্যোগ অব্যাহত থাকবে।
অন্যদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিষয়ে অাগামীকাল ১৭ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে ইউজিসির চায়, ভর্তি পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়।
এতে জানানো হয়, ‘করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে এখনই বিশ্ববিদ্যালয় খোলা মোটেও সমীচীন হবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতে, হল খোলা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কারণ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় খোলার পর করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার উদাহরণ রয়েছে।’
ইউজিসি সচেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা বিষয়ে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দরকার।’
কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, রাজশাহী বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদসহ ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কমিশনের সচিব (অ.দ.) ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code