শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক আজম খসরু

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক আজম খসরু

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ১৮ অক্টোবর ২০২০: আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল হক মন্টু এবং সাধারণ সম্পাদক হয়েছেন কেএম আজম খসরু। কার্যকরী সভাপতি হয়েছেন মোল্লা আবুল কালাম আজাদ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন- সহ সভাপতি মো. শাহজাহান খান, সহ-সভাপতি নুরু কুতুব আলম মান্নান, সহ সভাপতি কামরুজ্জামান চুনু, সহ সভাপতি হুমায়ুন কবীর, সহ সভাপতি তোফায়েল আহমেদ, সহ-সভাপতি শফর আলী, সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, সহ-সভাপতি মো. মুশিকুর রহমান, সহ-সভাপতি মো. মহসীন ভুঞা, সহ-সভাপতি মো. আসকার ইবনে শায়েখ খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম জাফর, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার আহমেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মো. এ টি এম ফজলুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতালেব হাওলাদার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. শহীদ ডাকুয়া, মহিলা বিষয়ক সম্পাদক প্রমীল্লা পোদ্দার, আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক মো. কাজিম উদ্দিন, শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. গাজী আজিজুর রহমান, ক্র্যাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক বখতিয়ার খান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন, সদস্য আব্দুস সালাম খান, সদস্য আমজাদ হোসেন, সদস্য নাজমুল আলম রুমেল, সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান, সদস্য মোহাম্মদ সেলিম আনসারী।

নব নির্বাচিত কমিটির তালিকায় স্বাক্ষর করেন কার্যকারী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কেএম আযম খসরু।

শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক হয়েছেন কেএম আজম খসরু নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ