জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা

Manual6 Ad Code

নিজস্ব সংবাদদাতা || গুরুদাসপুর (নাটোর), ১৮ অক্টোবর ২০২০: নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামের পাকা রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, মাদক, ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় মহারাজপুরের মুক্ত বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গুরুদাসপুর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাম মহারাজপুর। মাছ চাষ করে অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছল এই গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। পুকুর খননে পরিকল্পনার অভাবে এই সংকট সৃষ্টি হয়েছে। শিগগিরই এই রাস্তার সংস্কার কাজ শুরু হবে

Manual3 Ad Code

দ্রুত নতুন রাস্তা তৈরি গুরুদাসপুরকে মডেল উপজেলা ও চাপিলাকে মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, জনগণের স্বার্থে কিছু ক্ষেত্রে কঠোর হতে হবে। একইসঙ্গে এই রাস্তার সুরক্ষার জন্য এলাকাবাসীকেই উদ্যোগ নিতে হবে। এছাড়া রাস্তার কিছু জমি অবৈধ দখল হয়ে আছে, সেগুলো দখলমুক্ত করে সেখানে ড্রেন তৈরি করা হবে। সেই লক্ষ্যে চাপিলা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

Manual8 Ad Code

৬নং চাপিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভূট্টোর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন গুরুদাসপুর উপজেলার অ্যাসিল্যান্ড আবু রাসেল।ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মো. নাসিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৬নং চাপিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা মোক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ্বাস প্রমুখ।

Manual6 Ad Code

এছাড়া কুরআন থেকে তেলাওয়াত করেন মহারাজপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার আনোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন ১নং নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

এ সংক্রান্ত আরও সংবাদ