বিজনেস শুরু করেছি রকমারি জিনিস নিয়ে

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

বিজনেস শুরু করেছি রকমারি জিনিস নিয়ে

কামরুন সাথী || রংপুর, ২৩ অক্টোবর ২০২০ : আসসালামু আলাইকুম,,, উই-তে আমার প্রথম পোস্ট।  এতদিন দেখে গেছি, আজ পোস্ট করার সাহস করলাম☺️☺️☺️☺️

আমি কামরুন নাহার সাথী। জন্মসূত্রে রংপুরিয়া কিন্তু বর্তমানে কর্মসূত্রে আছি সাভারে।
ছোট একটা মানুষ আমি,  তাই ছোট্ট একটা জবের পাশাপাশি,  একটা অনলাইন বিজনেস শুরু করেছি রকমারি জিনিস নিয়ে৷ বর্তমানে শাড়ি, গহনা নিয়ে কাজ করলেও অনেক কিছু সংযোজন করার ইচ্ছা আছে। সকলের দোয়ায় আমার ছোট্টবাচ্চাটা হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছে “পৃথিবীর সমাহার” নামে।

সকলে দোয়া এবং সহযোগিতা কামনা করছি। ?

এ সংক্রান্ত আরও সংবাদ