বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পোশাক শ্রমিকদের

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

Manual8 Ad Code

গাজীপুর, ২৭ এপ্রিল ২০২০: বকেয়া বেতনের দাবিতে ও করোনা ঝুঁকির সময়েও কারখানা খোলা রেখে রাত ১১টা পর্যন্ত কাজ করতে বাধ্য করানোর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে

Manual4 Ad Code

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Manual8 Ad Code

বিক্ষোভ করেছে ৫টি পোশাক কারখানার শ্রমিকরা।

Manual7 Ad Code

গাজীপুর মহানগরের ভোগড়াবাইপাস এলাকায় সোমবার সকাল থেকে তারা দ্বিতীয় দিনের মতো অবস্থান নেয়।সড়ক অবরোধের কারণে জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে ও ২টি মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, মহামারী করোনা আতঙ্ক নিয়ে তারা কেন কাজ করবে! যেখানে সবকিছু বন্ধ তাদেরও তো মৃত্যুর ভয় আছে। তারপরেও নেই বেতন। পরে শিল্প-পুলিশ গাজীপুর-২ এর শতাধিক পুলিশ সদস্য বুলেটপ্রুফ গাড়ি নিয়ে এসে শ্রমিকদের সরিয়ে দেয়।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, ভোগড়া এলাকার স্টাইলিস গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ এক মাস আগে ৩০ এপ্রিল পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয়। লে-অফ করার আগে ৩০ জন শ্রমিকের বেতন এবং ৮০ জন স্টাফের ৬০ শতাংশ বেতন বকেয়া ছিল। দুইদিন ধরে ওই কারখানার শ্রমিকেরা বন্ধ করে দেওয়া কারখানাটি দ্রুত খুলে দেওয়া এবং শ্রমিক-স্টাফদের বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছিলেন।
দাবি পূরণ না হওয়ায় সোমবার সকাল সাড়ে আটটার দিকে কারখানার সমানে জড়ো হয় শ্রমিকেরা। পরে তাঁরা আশপাশে থাকা ভলমন্ট ফ্যাশন, ক্রাউন ফ্যাশন, টেকনো ফাইবার নামের চলমান কারখানার শ্রমিকদের কাজ না করার আহ্বান জানায়। একপর্যায়ে ওইসব কারখানায় ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় শ্রমিকেরা ক্রাউন ফ্যাশন কারখানার সামনে মহাসড়কের পাশে পার্কিং করা তিনটি মোটরসাইকেল ও ৮টি বাইসাইকেলে অগ্নিসংযোগ করে। প্রথমে তাঁদের মহাসড়ক ছেড়ে যেতে অনুরোধ জানালেও তাঁরা সাড়া দেয়নি। পরে কাঁদানে গ্যাস ছুঁড়ে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পোশাক শ্রমিকদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের জন্য মালিক পক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত অাহবান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code