১লা নভেম্বর ওয়ার্কার্স পার্টি’র সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

১লা নভেম্বর ওয়ার্কার্স পার্টি’র সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ৩১ অক্টোবর ২০২০ : ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ-এর উদ্যোগে আগামীকাল ১লা নভেম্বর ২০২০ রবিবার, ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে রংপুর বিভাগে ২৩০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। উক্ত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এবং মৌলভীবাজার সহ স্ব-স্ব জেলায় নদী-খাল খনন ও বাঁধ নির্মাণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হবে।

Manual2 Ad Code

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সংহতি সমাবেশ ও খুলনাঞ্চলের নদী-খাল খননের দাবীতে ঐদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নগরীতে বেলা ১১টায় মিছিলসহ সংহতি সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এ কর্মসূচি সফল করতে দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমÐলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড সন্দীপন রায়, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান প্রমুখ। সভায় উক্ত সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান সফল করতে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ