টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সমাবেশে ঈদের আগে সকল শ্রমিকের বেতন বোনাস প্রদানের দাবি

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ১, ২০২১

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সমাবেশে ঈদের আগে সকল শ্রমিকের বেতন বোনাস প্রদানের দাবি

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০১ মে ২০২১ : টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে ঈদের আগে সকল শ্রমিকের বেতন বোনাস প্রদান ও বাশঁখালিতে শ্রমিক হত্যার বিচারের দাবিতে এক শ্রমিক সমাবেশ করে।

শনিবার (১ মে ২০২১) সংগঠনের সভাপতি শ্রমিক নেতা আবুল হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক তপন সাহার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাদশা, সোহেল মাহমুদ রুমা বেগম, নজরুল ইসলাম প্রমুখ। সংহতি বক্তব্য রাখেন যুব নেতা মানিক হাওলাদার।

Manual8 Ad Code

বক্তারা কোভিডকে সামনে রেখে অনেক কারখানায় বেআইনি ভাবে ছাঁটাই করা হচ্ছে। এই বেআইনি ছাঁটাই বন্ধের দাবি জানান এবং ঈদের আগে বেতন বোনাস পরিশোধের দাবি উত্থাপন করেন। নেতৃবৃন্দ বলেন, বাশঁখালিতে বিদ্যুৎ প্লান্টের আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালিয়ে ৫ জন শ্রমিককে হত্যাকারিদের বিচার দাবি ও শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সমাবেশ শেষে এক র‌্যালি বের করা হয়।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code