প্রেমিকের চোখে তাঁকিয়ে এক জীবন দিব্বি পাড়

প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২১

প্রেমিকের চোখে তাঁকিয়ে এক জীবন দিব্বি পাড়

Manual5 Ad Code

।।|| জান্নাত লোপা || সিরাজগঞ্জ, ২১ মে ২০২১ : জীবনের সাথে কথা গুলো মিলে গেল।১৮ এর প্রেমের স্বাদ কখনো আপনি ২৮ এ পাবেন না। ১৮ তে যে আয়নায় দাঁড়িয়ে প্রেমিকের সামনে যাবেন বলে কপালে টিপ লাগিয়ে,চোখ একেঁ কাজল পরেছিলেন,সেই আপনি ২৮ এ দাঁড়িয়ে হিসেব কষবেন জীবনের পাওয়া, না পাওয়া নিয়ে। ১৮ তে মনে হবে, প্রেমিকের চোখে তাঁকিয়ে এক জীবন দিব্বি পাড় করা যাবে। কিন্তু, সেই আপনি দশ বছর পর প্রেমিকের চোখে একরাশ বিষাধ খুঁজে পাবেন। চোখ ছল ছল করা প্রেমের নৌকা আর আবেগে এসে ঘাঁট বাঁধবে না। জীবনের নৌকা তখন উলটা স্রোতে পাল তুলবে। ১৮ প্রেমে হাবুডুবু অবস্থায় মায়ের বকুনি বেশ বিষাধ লাগে। কেউ কোন কিছু বললেই তাকে চোখের বিষ লাগে। কিন্তু সেই আপনি ২৮ এ এসে অন্য কোন ১৮ কে জীবনের বাস্তবতার গল্প শুনাবেন। জীবন কি অদ্ভুত তাই না!

Manual8 Ad Code

জানেন,জীবন কিন্তু রিভার্সে খেলে। পেছনের ভুলে জীবন আপনাকে শাস্তি দিবে। পিছনের ভুলকে শুধরাতে শুধরাতে নতুন ভুলের জন্ম নিবে। জীবন এই রিভার্সে খেলতে খেলতেই দেখবেন, আপনি পাকা খেলোয়ার হয়ে গেছেন। তবে আফসোস কি জানেন! যখন আপনি পাক্কা কোচ হয়ে যাবেন জীবনের খেলায়,ঠিক তখন দেখবেন সময়,বয়স,ইচ্ছা অনেকটাই ফ্যাঁকাসে হয়ে গেছে। চাইলেই সেই ১৮ ঝলমল করা প্রেম আপনার আবেগের ধারে কাছে নেই। আপনার আবেগ তখন বাস্তবতা চিনে গেছে। সেই আবেগী আপনি, আজ জীবন নামক রঙ মঞ্চে সেরা অভিনেতা, সেরা খেলোয়ার।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual7 Ad Code