অনেকের স্বপ্ন একজন সফল উদ্যোক্তা হওয়া

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২১

অনেকের স্বপ্ন একজন সফল উদ্যোক্তা হওয়া

Manual5 Ad Code

লুনা আফরোজা | ঢাকা, ২৬ মে ২০২১ : আসসালামু আলাইকুম। পোস্ট নং ১৯২। সফল উদ্যোক্তা কিভাবে হব?

সফল হতে হলে সফল উদ্যোক্তা হওয়ার উপায় জানতে হবে। সফল উদ্যোক্তার জীবনী পড়ার দ্বারা, সহজেই সফল হওয়ার মূলমন্ত্র জানা সম্ভব। আমাদের অনেকের স্বপ্ন একজন সফল উদ্যোক্তা হওয়া। কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে, অনেকেই ব্যর্থ হয়ে যান।

জীবন বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময় জীবনকে উপভোগ করার অবিশ্বাস্য কাজ হল উদ্যোক্তা হওয়া। আপনার নিজের ব্যবসায়ের মালিকানা, আপনাকে ব্যক্তি স্বাধীনতা দিবে। সফল উদ্যোক্তা চাইলে, হতে পারবেন; যা অন্যের জন্য অনুপ্রেরণা।

Manual6 Ad Code

একজন সফল উদ্যোক্তা হতে হলে, অবশ্যই কিছু গুণ থাকা জরুরি। এসব গুণ এবং বৈশিষ্ট্য যদি আপনার মাঝে নিয়ে আসতে পারেন, তাহলে একজন সফল উদ্যোক্তার তালিকায় নিজের নাম লিখতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে, মূল আলোচনায় যাওয়া যাক।

সফল উদ্যোক্তা হওয়ার উপায় এক নজরে

?দেখা ও শেখা

?উদ্ভাবনী হন

?ঝুঁকি নিন এবং সুযোগের সদ্ব্যবহার করুন

?ঝুঁকি সনাক্ত করা।

Manual2 Ad Code

?ঝুঁকি কমানোর উপায় চিহ্নিত করা।

Manual4 Ad Code

?লক্ষ্যকে ভিজ্যুয়ালাইজ করুন

?মূলধনের উৎস নির্ধারণ

?গ্রাহক নির্ধারণ এবং অভিযোগ গ্রহ

শেষ কথা
উপরে একজন সফল উদ্যোক্তা হতে হলে করনীয় কিছু কাজের কথা বলা হয়েছে। এসব গুণ ছাড়া আরও অনেক গুন রয়েছে যা একজন সফল উদ্যোক্তার থাকা উচিত। কিন্তু উপরে উল্লেখিত গুণ ও কাজগুলো অবশ্যই করতে হবে।

আমি লুনা
মিরপুর থেকে
Craft n creation

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual3 Ad Code