নিজের কাজ নিয়ে সুখী হন তবে অবশ্যই সফল হবেন

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

নিজের কাজ নিয়ে সুখী হন তবে অবশ্যই সফল হবেন

নার্গিস আলম বীথী হৈমন্তী | ঢাকা, ২৯ মে ২০২১ :  আসসালামু আলাইকুম। সফলতা সুখের চাবিকাঠি নয়। বরং সুখ হল সফলতার চাবিকাঠি।

আপনার কাজকে যদি আপনি মনেপ্রাণে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন॥ ”

👉ছবিতে বর্তমানে চাহিদা সম্পন্ন টার্সেল।

আমি Nargis Alam Bithi,
ফুলপুর ,ময়মনসিংহ থেকে কাজ করছি।
🌸টার্সেল
🌸সুতির ওড়না
🌸টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও থ্রিপিছ নিয়ে।

স্বত্বাধিকারী :- Nargis Alam (হৈমন্তীর তাঁতঘর)।

এই পণ্যের গুণগত মান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভারও বহন করেনা।