সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১
শ্রীমঙ্গল, ৩১ মে ২০২১ : প্রগতিশীল একনিষ্ঠ রাজনৈতিক নেতা কৃপেশ ভট্টাচার্য্য বকুলের ৫ম মৃত্যুবার্ষিকী আজ।
৫ম মৃত্যু বার্ষিকীতে ত্যাগী এই নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। ২০১৬ সালের এই দিনে ৬৫ বৎসর বয়সে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবসহ রাজনৈতিক সহকর্মীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
প্রয়াত কৃপেশ ভট্টাচার্য্য বকুল,
ছিলেন অমায়িক, স্বজ্জন এবং একনিষ্ঠ রাজনৈতিক নেতা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমৃত্যু মানুষ ও দেশের কল্যাণে নিবেদিত ছিলেন। পরোপকারী এই মানুষটিকে কখনও কারো সাথে রূঢ় আচরণ করতে দেখিনি। চলতে ফিরতে কুশল বিনিময় ছিল নিত্য অপরিহার্য একটি বিষয়। আমাদের এলাকার একজন সচেতন অভিভাবক হিসেবে তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার।
রাজনৈতিক জীবনের শুরুতে বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামী লীগে যোগদান করে সক্রিয় ভূমিকা পালন করেন। জীবনের শেষ সময়ে শ্রীমঙ্গল পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগে সুযোগ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আওয়ামী রাজনীতিতে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলের নেতা ও কর্মীদের মাঝে তিনি সকলের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। এমন ত্যাগী নেতার স্থান পূরণ হবে না কোন কালেই।
আব্বার প্রিয় ছাত্র ছিলেন, বড় ভাইয়ের ন্যায় আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং সকল শুভ কাজে উৎসাহ দিতেন।
দাদার আত্মার শান্তি ও স্বর্গবাস কামনা করছি। #
কাওছার ইকবাল
সহসভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাব
ও
শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক আমাদের অর্থনীতি
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D