বালিতে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

বালিতে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

Manual4 Ad Code

বালি (ইন্দোনেশিয়া), ১৪ অক্টোবর ২০২১ : বালিতে বৃহস্পতিবার থেকে আর্ন্তজাতিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। চীন. জাপান ও ফ্রান্সসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে এসব ফ্লাইট চলাচল করবে।

Manual5 Ad Code

করোনা মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে ইন্দোনেশিয়ার অবকাশ দ্বীপ বালিতে পর্যটকদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভ্রমণকারীদের জন্য নতুন কিছু নীতি গ্রহণ করা হয়েছে।  এসবের মধ্যে রয়েছে পর্যটকদের অবশ্যই টিকা গ্রহণ এবং হোটেলে পাঁচদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া ভিসার কঠোর নিয়ম কানুনও তাদের মানতে হবে।
বিমানবন্দরের মুখপাত্র তৌফান যুধিষ্ঠির বলেন, আমরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত। তবে আজ কোন বিমান আসার কথা নেই।
উল্লেখ্য, বালির নিউরারাই বিমানবন্দর যে ১৯ টি দেশের জন্য খুলে দেয়া হয়েছে সেগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, দুবাই ও নিউজিল্যান্ড রয়েছে।

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ