সিলেট ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ মে ২০২৫ : জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন কর। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দিয়ে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তার হুমকি নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ কর।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল বিশেষত জুলাই গণহত্যার বিচার, গণতান্ত্রিক সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই ব্যাঘাত সৃষ্টি করছে সাম্রাজ্যবাদী চাপ, সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা এবং সরকারের নানা বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত।
আজ রবিবার (২৫ মে ২০২৫) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজিদ হায়দার চঞ্চল এবং সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে দলীয় সংশ্লিষ্টতা, সাম্রাজ্যবাদী স্বার্থরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিঘ্ন এবং পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত দুই ছাত্র উপদেষ্টার সরকারে থাকার বিষয়টি ছাত্রসমাজসহ সাধারণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও অনাস্থা সৃষ্টি করেছে।
নেতৃবৃন্দ বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে, তখন তার নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অথচ বর্তমান উপদেষ্টা পরিষদ সেই মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাই অবিলম্বে বিতর্কিত ও দলীয় সংশ্লিষ্টতা থাকা উপদেষ্টাদের অপসারণ করে একটি নিরপেক্ষ, দক্ষ ও জনগণের আস্থাভাজন উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। যারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে পারবেন।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের প্রত্যাশিত নির্বাচনই পারে দেশকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে। আর এই লক্ষ্য পূরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা। সর্বদলীয় সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যাতে সংস্কার এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতা দূর হয়। একই সাথে অস্থির অবস্থার সুযোগ নিয়ে পরাজিত শক্তি যাতে মাথাচাড়া না দিতে পারে সেদিকেও সচেতন থাকতে হবে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের পথে যে বা যারাই বাঁধা হয়ে দাঁড়াবে- পতিত ফ্যাসিবাদের দোসর, সাম্রাজ্যবাদী গোষ্ঠী কিংবা সাম্প্রদায়িক মব তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই সংকটময় মুহূর্তে সঠিক সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে গণতন্ত্রকে বাঁচাতে এবং জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। আর সে কারণেই এখনই সময় বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ ও অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D